Anushka Sharma: 'আমি আর ফিরতে চাই না...', তবে কি মেয়ের ৫ বছরের জন্মদিনেই অবসর ঘোষণা অনুষ্কার? পোস্ট ঘিরে তোলপাড়

Last Updated:
Anushka Sharma: মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় বদলের কথা ফের একবার সামনে আনলেন অনুষ্কা শর্মা।
1/10
১১ জানুয়ারি মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন উদযাপন করলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মেয়ের পঞ্চম জন্মদিনে অনুষ্কা পুনরায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান মাতৃত্ব কীভাবে তাঁকে পাল্টে দিয়েছে।
১১ জানুয়ারি মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন উদযাপন করলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মেয়ের পঞ্চম জন্মদিনে অনুষ্কা পুনরায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান মাতৃত্ব কীভাবে তাঁকে পাল্টে দিয়েছে।
advertisement
2/10
মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় বদলের কথা ফের একবার সামনে আনলেন অনুষ্কা শর্মা।
মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় বদলের কথা ফের একবার সামনে আনলেন অনুষ্কা শর্মা।
advertisement
3/10
কন্যা ভামিকার জন্ম যে তাঁর জীবনকে আমূল পাল্টে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী।
কন্যা ভামিকার জন্ম যে তাঁর জীবনকে আমূল পাল্টে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী।
advertisement
4/10
অনুষ্কার কথায়, মাতৃত্ব তাঁকে যে মানুষ বানিয়েছে, সেই 'আমি'-কে তিনি কোনও কিছুর বদলেই আর বদলাতে রাজি নন।
অনুষ্কার কথায়, মাতৃত্ব তাঁকে যে মানুষ বানিয়েছে, সেই 'আমি'-কে তিনি কোনও কিছুর বদলেই আর বদলাতে রাজি নন।
advertisement
5/10
ভামিকার জন্মের সেই স্মৃতিকে ফিরিয়ে আনতেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে মাতৃত্বের বাস্তব, দ্বন্দ্ব আর গভীর অনুভূতির কথা তুলে ধরা হয়েছে।
ভামিকার জন্মের সেই স্মৃতিকে ফিরিয়ে আনতেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে মাতৃত্বের বাস্তব, দ্বন্দ্ব আর গভীর অনুভূতির কথা তুলে ধরা হয়েছে।
advertisement
6/10
অনুষ্কার পোস্টের একাংশে লেখা ছিল, ''মাতৃত্বকে তোমাকে বদলে দিতে দাও এবং সেই নতুন মানুষটারও দায়িত্ব নাও। আমরা ভাবি, আগের জীবনটা সামান্য বদলালেই চলবে, সন্তানকে সঙ্গে নিয়েই সব চলবে। কিন্তু সেটা আংশিক সত্য। কেউ বলে না এর মূল্য কতটা।''
অনুষ্কার পোস্টের একাংশে লেখা ছিল, ''মাতৃত্বকে তোমাকে বদলে দিতে দাও এবং সেই নতুন মানুষটারও দায়িত্ব নাও। আমরা ভাবি, আগের জীবনটা সামান্য বদলালেই চলবে, সন্তানকে সঙ্গে নিয়েই সব চলবে। কিন্তু সেটা আংশিক সত্য। কেউ বলে না এর মূল্য কতটা।''
advertisement
7/10
এই পোষ্টের মাধ্যমেই যে নিজের অভিনয় জীবনের অবসর ঘোষণা করে দিলেন অনুষ্কা, সেটা মোটামুটি আন্দাজ করছেন ভক্তরা।
এই পোষ্টের মাধ্যমেই যে নিজের অভিনয় জীবনের অবসর ঘোষণা করে দিলেন অনুষ্কা, সেটা মোটামুটি আন্দাজ করছেন ভক্তরা।
advertisement
8/10
বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে ভারতে ফিরে এসেছিলেন অনুষ্কা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন অনুষ্কাও।
বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বর মাসে ভারতে ফিরে এসেছিলেন অনুষ্কা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন অনুষ্কাও।
advertisement
9/10
কাজের দিক থেকে বেশ কিছু বছর ধরেই পর্দা থেকে দূরে অনুষ্কা শর্মা। তাঁর শেষ পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'জিরো', যা বক্স অফিসে সাফল্য পায়নি। পরে নিজের প্রযোজনা 'কলা'-য় একটি গানে বিশেষ উপস্থিতি ছিল তাঁর।
কাজের দিক থেকে বেশ কিছু বছর ধরেই পর্দা থেকে দূরে অনুষ্কা শর্মা। তাঁর শেষ পূর্ণদৈর্ঘ্যের ছবি ছিল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'জিরো', যা বক্স অফিসে সাফল্য পায়নি। পরে নিজের প্রযোজনা 'কলা'-য় একটি গানে বিশেষ উপস্থিতি ছিল তাঁর।
advertisement
10/10
ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি 'চাকদা এক্সপ্রেস' কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।
ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি 'চাকদা এক্সপ্রেস' কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।
advertisement
advertisement
advertisement