Geyser Electricity Saving Tips: মহা ম্যাজিক...! শীতে নামমাত্র ইলেকট্রিক বিল! গিজার চালানোর সময় করুন এই 'ছোট্ট' কাজ
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Geyser Electricity Saving Tips: শীতের মরশুমে গিজার ব্যবহারেই বাড়ছে বিদ্যুৎ বিল? জেনে নিন সঠিক সেটিং, স্মার্ট অভ্যাস ও এনার্জি সেভিং টিপস, যাতে গরম জল পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও হয়
ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করার সঙ্গে সঙ্গে হিটিং গ্যাজেটের প্রয়োজনীয়তা বেড়ে গিয়েছে, একই অবস্থা পশ্চিমবঙ্গেও চোখে পড়ছে। এখানেও ঠান্ডা জাঁকিয়ে বসেছে, আলিপুরের আবহাওয়া অফিস বলেই দিয়েছে যে তীব্র শৈত্যের প্রকোপ এখন আরও কিছু দিন পর্যন্ত স্থায়ী হবে। এমন পরিস্থিতিতে রুম হিটার থেকে শুরু করে ওয়াটার গিজার পর্যন্ত এই ধরনের ইলেকট্রনিক্সগুলো এখন বাড়ির অন্যতম বহুল ব্যবহৃত যন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু শীতের আরামের সঙ্গে সঙ্গে অনেক সময় বিদ্যুতের বিলও বেড়ে যায়, যা কয়েক হাজার টাকায় গিয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
অটো-কাট ফিচারসহ একটি গিজার বেছে নেওয়া যেতে পারে:যাঁরা গিজার ইতিমধ্যেই কিনে ফেলেছেন, তাঁদের আর কিছু বলাই বাহুল্য করার নেই! লোকেরা এটিকে গুরুত্ব দেয় না, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার যা প্রায়শই উপেক্ষা করা হয়- তারা গিজারটি দীর্ঘক্ষণ চালু রাখে, যার ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হয়। অটো-কাট বা টাইমার ফাংশনসহ একটি গিজার বেছে নেওয়া উচিত, জল নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
এটি কেন গুরুত্বপূর্ণ:- থার্মোস্ট্যাটের প্রধান কাজ হল জল গরম করার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা- যখন তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমায় সেট করা থাকে, তখন গরম করা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বা গিজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে, ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে।- কিছুক্ষণ পর জল ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই, প্রয়োজনে এটি আবার চালু হবে।- কোনও শক্তি অপচয় না করে দক্ষতার সঙ্গে জল গরম করার জন্য গিজারের তাপমাত্রা ৫০ থেকে ৫৫ ডিগ্রির মধ্যে রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








