মালদহের গাজোল ব্লকের দেওতলা পঞ্চায়েতের ডাহুয়াতলা গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। এই গ্রামের রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় আশেপাশের আরো কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। বর্ষার মরশুমে বৃষ্টি পড়তেই সমস্যা আরো বেড়েছে। গ্রামে ঢুকছেনা গাড়ি। কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ খুদে ফুটবলারদের উৎসাহ বাড়াতে মালদহে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান
স্থানীয় গ্রামের বাসিন্দারা বহুবার রাস্তা তৈরীর আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে। কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। আশেপাশের গ্রামের রাস্তা কংক্রিটের হলেও এই গ্রামের রাস্তা তৈরি করতে এখনো উদ্যোগ গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনটাই অভিযোগ। যদিও বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন দেওতলা পঞ্চায়েতের প্রধান রেজিয়া সুলতানা।
আরও পড়ুনঃ ভেঙে পড়ছে ছাদের চাঙর! জরাজীর্ণ হাসপাতাল! ক্ষুব্ধ স্থানীয়রা
তিনি নিজেও বেশ কয়েকবার গ্রামে গিয়েছেন , ওই গ্রামের রাস্তা সংস্কারের জন্য বেশ কয়েকটি প্রকল্প ধরা হয়েছে এম জি এন আর জি এস প্রকল্প তে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়াই রাস্তার কাজ শুরু করতে পারিনি বলে অভিযোগ করেন। তবে এলাকাবাসীর সমস্যার কথা ভেবে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এলাকাবাসীর চলাচলের জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
Harashit Singha