Malda: খুদে ফুটবলারদের উৎসাহ বাড়াতে মালদহে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলার উঠতি প্রতিভা ও খুদে ফুটবলারদের মধ্যে উৎসাহ বাড়াতে। জেলার ফুটবল প্লেয়ারদের মধ্যে ফুটবলের প্রতি আরো আকর্ষণ বাড়াতে এই প্রথম মালদহে অনুষ্ঠিত হচ্ছে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান লেজেন্ট ডার্বি।
#মালদহ : জেলার উঠতি প্রতিভা ও খুদে ফুটবলারদের মধ্যে উৎসাহ বাড়াতে। জেলার ফুটবল প্লেয়ারদের মধ্যে ফুটবলের প্রতি আরো আকর্ষণ বাড়াতে এই প্রথম মালদহে অনুষ্ঠিত হচ্ছে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান লেজেন্ট ডার্বি। মালদহ জেলা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল লেজেন্ড বনাম মোহনবাগান লেজেন্ড প্রীতি ফুটবল ম্যাচ। এই প্রথম মালদহে অনুষ্ঠিত হবে বাংলার দুই বিখ্যাত ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচ কে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস ও মালদহ ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ফুটবলের এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
advertisement
প্রীতি ডার্বি ফুটবল ম্যাচ কে ঘিরে ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে মালদহের ডিএসএ ময়দান। মালদহ জেলা ক্রিয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রীতি এই ফুটবল ম্যাচে কোন টিকিটের ব্যবস্থা করা হয়নি। জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে জেলার ফুটবলার, ক্রীড়া প্রেমী মানুষ ও অন্যান্য খেলোয়াড়দের মধ্যে এই পাস বিলি করা হবে। মালদহে এই প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্বভাবতই দর্শক আসন পূর্ণ হবে এমনটাই দাবি কর্তৃপক্ষের। মালদহ ডিএসএ ময়দানে প্রায় পঁচিশ হাজার দর্শক বসতে পারবেন।
advertisement
ফুটবল এই ম্যাচে স্টেডিয়াম ভরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও জেলা ক্রীয়া সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লেজেন্ড প্রীতি এই ফুটবল ম্যাচে জাতীয় স্তরের একাধিক ফুটবলার অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এই ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে মালদহের বর্তমান প্রজন্ম ফুটবলপ্রেমী মানুষরা অনেকটাই উৎসাহিত হবে। মালদহের মানুষকে নতুন উন্মাদনা উৎসাহ দিতেই এমন উদ্যোগ কর্তৃপক্ষের।
advertisement
শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস বলেন, ১৫ সেপ্টেম্বর বেলা তিনটেয় এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলার নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ। প্রীতি ডার্বি ম্যাচ হলেও মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। আশা করছি প্রচুর দর্শক আসবেন মাঠে খেলা দেখতে। এই ম্যাচ দেখার জন্য আমরা কোন টিকিট করিনি। তবে দর্শক সংখ্যা নির্দিষ্ট করার জন্য পাসের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 02, 2022 9:03 PM IST