Malda: ভেঙে পড়ছে ছাদের চাঙর! জরাজীর্ণ হাসপাতাল! ক্ষুব্ধ স্থানীয়রা

Last Updated:

ভেঙে পড়ছে হাসপাতাল ভবনের চাঙর। জরাজীর্ণ দশা গোটা হাসপাতাল ভবনের। দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে জরুরি পরিষেবা।

+
title=

#মালদহ : ভেঙে পড়ছে হাসপাতাল ভবনের চাঙর। জরাজীর্ণ দশা গোটা হাসপাতাল ভবনের। দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে জরুরি পরিষেবা। তবে এক সময় এই হাসপাতালে রোগী ভর্তি থেকে, প্রসূতিদের জন্য আলাদা বিভাগ ছিল। দূরে কোথাও না গিয়ে এই হাসপাতালে প্রসূতিদের প্রসব হয়েছে গাজোলের বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ধীরে ধীরে বন্ধ হয়ে পড়েছে সমস্ত পরিষেবা। এখনো ভগ্নপ্রায় হাসপাতালে কোনক্রমে বর্হিবিভাগ চালু রয়েছে। গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় চিকিৎসা পরিষেবা চালু করতে উদ্যোগ গ্রহন করুক প্রশাসন।
 
 
advertisement
মালদহের গাজোলের বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক সময় চারটি গ্রাম পঞ্চায়েতের ২০ হাজারের বেশি সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পেতেন। হাসপাতালে ছিল উন্নত চিকিৎসা ব্যবস্থা। জরুরি বিভাগ থেকে রোগী ভর্তির জন্য ছিল বেড। ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে পরিষেবা। স্থানীয় বাসিন্দারা বলেন, বিগত কয়েক বছর আগে এই হাসপাতালের আবাসনে এক স্বাস্থ্য কর্মী খুন হয়। তারপর থেকেই হাসপাতালের ছন্দপতন ঘটে।
advertisement
 
অনান্য স্বাস্থ্য কর্মীরা সেখানে থেকে চলে যায়। ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে হাসপাতালের জরুরী বিভাগ ভর্তির ব্যবস্থা।বর্তমানে একজন হোমিওপ্যাথি ডাক্তার একজন এলোপ্যাথি ডাক্তার দিয়েই বইয়ের বিভাগ পরিষেবার চালু রয়েছে হাসপাতালের। সপ্তাহের কর্ম দিবস দিনগুলিতে দুই থেকে তিন ঘন্টা খোলা থাকে বইয়ের বিভাগ পরিষেবা। হাসপাতাল চত্বরে কোনো পরিকাঠামো না থাকায় হাসপাতালের জরাজীর্ণ কোয়াটার গুলিতে এলাকার বাসিন্দারা ঘুঁটে দেওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
 
খুব শীঘ্রই তা সংস্কার করে চালু করা হোক সাধারণ মানুষের সাথে এমনটাই দাবি স্থানীয়দের।বাবুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করলে অনেকটাই চাপ কমবে গাজোল গ্রামীণ হাসপাতালের। পাশাপাশি এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা চিকিৎসা পরিষেবা পাবেন। তাই স্বাস্থ্য দফতর থেকে প্রশাসনের কাছে বারবার হাসপাতালটি পুনরায় চালুর দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: ভেঙে পড়ছে ছাদের চাঙর! জরাজীর্ণ হাসপাতাল! ক্ষুব্ধ স্থানীয়রা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement