গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে এখনো গ্রামবাসীদের সমস্যায় পড়তে হয়। খাটে করে রোগীকে প্রায় তিন কিলোমিটার রাস্তা কাঁধে করে নিয়ে যেতে হয়। সেখান থেকেই অ্যাম্বুলেন্স বা অন্য কোন গাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হয় রোগীকে। শুধু তাই নয় নিত্যদিন খুব সমস্যায় পড়তে হয় গ্রামের খুদে পড়ুয়াদের। পাকা রাস্তা না থাকায় হেটেই যাতায়াত করতে হয় স্কুলে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি নেই, মাঠে শুকিয়ে যাচ্ছে পাট! লোকসানের মুখে জেলার পাট চাষিরা
বর্ষার সময় হাঁটু পর্যন্ত কাদা থাকে রাস্তায়। সেই সময় গ্রামের বাসিন্দারা একেবারেই গ্রাম থেকে বের হতে পারেন না। জমির আলপথে যাতায়াত করতে হয়। রাস্তা না থাকলেও গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছে, তবে রাস্তা তৈরি না হওয়ায় অন্যান্য আধুনিক পরিষেবা থেকে আজও বঞ্চিত এই প্রত্যন্ত গ্রাম।
আরও পড়ুনঃ সাপে কামড়ালে কী কী করবেন? কর্মশালায় জানালেন বিশেষজ্ঞরা
স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন সকলের কাছে দরবার করেছেন গ্রামের বাসিন্দারা। আশ্বাস মিলেছে তবে আজও রাস্তা তৈরিতে এগিয়ে আসেনি কেউ। গত কয়েক মাস আগে জেলাশাসক নিজে গিয়ে পরিদর্শন করে এসেছিলেন রাস্তা। দ্রুত প্রায় দুই কিলোমিটার রাস্তা তৈরীর আশ্বাস পর্যন্ত দিয়ে এসেছিলেন। তবে আজও বাস্তবে কিছুই কাজ হয়নি।
Harashit Singha