রতুয়া-২ ব্লকের আড়াইডাঙা পঞ্চায়েতের প্রাচীন গোবরজনা কালী মন্দির যাওয়ার রাস্তার এই বেহাল দশা। গোবরজনা বাস স্ট্যান্ড থেকে পুখুরিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বছর দেড়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ করা অর্থে সংস্কার করা হয়। এর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সেই রাস্তার এই বেহাল অবস্থার কারণ হিসেবে গ্রামবাসীদের অভিযোগ, নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলেই বছর ঘুরতে না ঘুরতে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। তাঁরা সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ তুলছেন। গ্রামবাসীরা দুর্নীতির অভিযোগের সরব হয়েছেন।
advertisement
আরও পড়ুন: ট্রলি ফিশিং বন্ধের দাবিতে মৎস্যজীবীদের আন্দোলন
রাস্তার এই বেহাল অবস্থার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে কালী মন্দিরে আসা ভক্ত সকলকে। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। প্রায়ই তাঁদের কাউকে না কাউকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
কালী মন্দিরে যাওয়ার রাস্তা নিয়ে গ্রামবাসীদের এই ক্ষোভের কথা জানা নেই স্থানীয় জনপ্রতিনিধিদের! এই বিষয়ে রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী দাস বলেন, "বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। তবে গোবরজনা কালী মন্দির পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সংবাদ মাধ্যমে শুনলাম। এই বিষয়ে তদন্ত করে দেখা হবে।"
হরষিত সিংহ