TRENDING:

Malda News: এ যেন হাতপাখার পাঠশালা! ১২ বছর ধরে বিদ্যুৎহীন স্কুল, তাতেই যা হওয়ার তাই হচ্ছে...

Last Updated:

মালদহের মানিকচকের বাকিপুর জুনিয়র হাইস্কুলে গেলে এখন দেখা যাবে এক হাতে বই, অপর হাতে তালপাতা বা প্লাস্টিকের হাতপাখা। এইভাবেই ক্লাস নিচ্ছেন শিক্ষিক-শিক্ষিকারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: হাওয়া খাওয়ার জন্য হাতপাখা নিয়ে স্কুলে আসছে ছেলেমেয়েরা। এমনই অবাক ছবি দেখা যাবে মানিকচকের বাকিপুর জুনিয়র হাইস্কুলে এলে। পড়াশোনা একপ্রকার লাটে ওঠার যোগাড়। হাঁসফাঁস গরম থেকে বাঁচতে পড়ুয়ারা অনবরত নাড়িয়ে চলেছে হাতপাখা। অল্প বয়সের কারণে মাঝেমধ্যেই তারা হাতপাখা নিয়ে খুনসুটিতেও মেতে উঠছে। আবার কারোর প্রতি রাগ হলেই দুমদুম করে ধরিয়ে দিচ্ছে এই হাতপাখা দিয়েই! ফলে সব মিলিয়ে যেন এক হল্লা রাজার দেশের অবস্থা শ্রেণিকক্ষে। আর এই সব কিছুর পিছনে আছে তীব্র গরমেও বিদ্যুৎ না থাকা।
advertisement

আরও পড়ুন: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা

মালদহের মানিকচকের বাকিপুর জুনিয়র হাইস্কুলে গেলে এখন দেখা যাবে এক হাতে বই, অপর হাতে তালপাতা বা প্লাস্টিকের হাতপাখা। এইভাবেই ক্লাস নিচ্ছেন শিক্ষিক-শিক্ষিকারা। পড়ুয়াদের‌ও অবস্থা একই রকম। তীব্র গরমে এই হাতপাখাই ভরসা। তবে এটা নতুন ছবি নয়। বছরের পর বছর ধরে এমনই হয়ে আসছে স্কুলটিতে। আজ‌ও এই স্কুলে বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছয়নি। দীর্ঘ ১২ বছর ধরে এমনইভাবে চলছে স্কুল, হচ্ছে প্রতিদিনের ক্লাস।

advertisement

বর্তমানে একটা গোটা স্কুল বিদ্যুৎহীন অবস্থায় বছরের পর বছর চলছে তা ভাবাই যায় না। কিন্তু মানিকচকে গেলে এটাই যে সত্যি তা বুঝতে পারবেন। গোটা ঘটনার কথা জেনে তাজ্জব হয়ে গিয়েছে শিক্ষা মহল। এই অবস্থায় তীব্র গরমে ক্লাস করতে গিয়ে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। অনেকের শরীরেই ডিহাইড্রেশন দেখা দিচ্ছে।

advertisement

বর্তমানে এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪০। শিক্ষক-শিক্ষিকা আছেন তিন’জন। আর একজন অস্থায়ী কর্মী। পঞ্চম থেকে অষ্টম শ্রেনির পঠনপাঠন হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, জমি জটে বিদ্যুৎ সংযোগ আশার কাজ আটকে আছে। এই বিষয়ে স্কুলের পক্ষ থেকে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা।

হরষিত সিংহ

advertisement

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এ যেন হাতপাখার পাঠশালা! ১২ বছর ধরে বিদ্যুৎহীন স্কুল, তাতেই যা হওয়ার তাই হচ্ছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল