Arabul Islam: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা

Last Updated:

প্রথম থেকেই অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল এবং তাঁর দলবলের বিরুদ্ধে৷

ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷
ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷
ভাঙড়: ভাঙড়ে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এফআইআর দায়ের হল তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। এফআইআর দায়ের হয়েছে আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম সহ মোট কুড়ি জন তৃণমূল নেতা ও কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে নিহত আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার বাবা কুতুবুদ্দিন মোল্লা কাশীপুর থানায় আরাবুল, হাকিমুল সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়৷ গত ১৫ জুন ভাঙড়ে অশান্তি চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার৷ এ ছাড়াও আরও দু জন প্রাণ হারান৷ খোদ তৃণমূলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভাঙড়ে শাসক দলের দুই কর্মী নিহত হয়েছেন৷
advertisement
advertisement
যদিও শাসক শিবিরের এই দাবি মানতে নারাজ আইএসএফ৷ প্রথম থেকেই অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল এবং তাঁর দলবলের বিরুদ্ধে৷ তৃণমূল নেতার গাড়িও ভাঙচুর করা হয় ভাঙড়ে৷ হাকিমুল ইসলামের গাড়িতে বোমা মেলারও অভিযোগ ওঠে৷
আরাবুল সহ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ যদিও আরাবুল ইসলাম এ দিন দাবি করেন,  ‘কোনও মারপিট, গন্ডগোলে আরাবুল ইসলাম বা তার ছেলেরা ছিল না৷ ওদের লোকের গুলিতে ওই ছেলেটি যেমন মারা গিয়েছে, তেমনই আমাদের দু জন মারা গিয়েছে৷ নওশাদ সিদ্দিকি এবং আইএসএফ নেতৃত্ব আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করছে৷’
advertisement
শেষ পর্যন্ত রবিবার রাতে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন নিহত আইএসএফ কর্মীর বাবা৷ আরাবুল ইসলাম অবশ্য দাবি করেছেন, তিনি বা তাঁর ছেলে কোনও ভাবেই এই খুনের সঙ্গে যুক্ত নন৷ ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলেও দাবি করেছেন আরাবুল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arabul Islam: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement