প্রশিক্ষণের জন্য যোগাযোগ:
ঠিকানা : Old Malda Rd, Old Malda, West Bengal 732128
ফোন নম্বর : 03512 260 222
গুগল লোকেশন:
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অনেকের প্রতিভা থাকে। তারি লক্ষ্যে পুরাতন মালদহ থানার চেতনা স্কুলের পড়ূয়াদের জন্য খেলাধুলার ব্যাবস্থা করা হল। নিয়মিত এখানে খুদেদের টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। ছয় মাস ধরে বিনামূল্যে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ মালদহের বন্যা ও ভাঙন মোকাবিলায় প্রস্তুত প্রশাসন
প্রশিক্ষণ শেষে মহিলাদের সার্টিফিকেট দেওয়া হবে। প্রশিক্ষণের পর আগামীতে স্বর্নির্ভর হতে পারবেন মহিলারা। দীর্ঘদিন ধরেই পুরাতন মালদহ চালু রয়েছে চেতনায় স্কুল। এলাকার দুস্থ খুদেদের সেখানে বিনামূল্যে পড়াশোনা করানো হয়। এবার মালদা থানা ও একটি সেচ্চাসেবী সংস্থার যৌথ উদ্যোগে পড়ুয়াদের টেবিল টেনিস প্রশিক্ষণ ও তাদের অভিভাবকদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। মালদহ থানার পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
Harashit Singha