মেডিকেল কাউন্সিল থেকে চলতি শিক্ষাবর্ষে আরো দুইটি বিষয়ে পড়ানোর ছাড়পত্র দেয়া হয়েছে। মালদহ মেডিকেল কলেজে এখন পর্যন্ত মোট তিনটি বিষয়ে এমডি কোর্স চালু হল। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন দুইটি বিষয় হলো গাইনোকলজি ও মাইক্রো বায়োলজি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে প্রথম এমডি কোর্স চালু হয়েছিল। প্রথম বছর মেডিকেল কাউন্সিল এর পক্ষ থেকে পেডিয়াট্রিক বিষয়ে ৫ টি আসন খোলা হয়। দুই বছর পর ২০২২ সালে আরও নতুন দুটি বিষয়ে পঠন পাঠন চালুর ছাড়পত্র মিলেছে।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গা ফুলহার নদীতে ব্যাপক ভাঙন! তড়িঘড়ি বৈঠক প্রশাসনের
গাইনো বিষয়ে ছয়টি ও মাইক্রো বায়োলজি বিষয়ে তিনটি আসন খোলার অনুমতি দিয়েছে মেডিকেল কাউন্সিল। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষেই এই নতুন দুটি বিষয়ে ভর্তি নেওয়া হয়ে। মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে নিট পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সিলিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্যও কাউন্সিলিং করা হবে এবার। ভারতবর্ষের যে কোন প্রান্তের পড়ুয়া এখানে পড়ার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ অভিনব পুষ্টি দিবস! অঙ্গনওয়ারি কেন্দ্রেই শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান
এমডি কোর্সে নতুন আরও বিষয় চালু করার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পক্ষ থেকে মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছিল। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠাম, পঠন পাঠন এর পরিকাঠামো এই সমস্ত বিষয়গুলি পরিদর্শন করে দুইটি বিষয়ে ছাড়পত্র দেওয়া হয় কাউন্সিলের পক্ষ থেকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তারা বলেন, আগামীতে অন্যান্য বিষয়গুলি এমডিকোর্স চালুর জন্য আবেদন জানানো হবে ধাপে ধাপে। এমডি কোর্স চালু হলে, হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোর মান যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি গবেষণামূলক পঠন পাঠানোর বৃদ্ধি পাবে মেডিকেল কলেজের।
Harashit Singha





