Malda: অভিনব পুষ্টি দিবস! অঙ্গনওয়ারি কেন্দ্রেই শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান

Last Updated:

সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতীর সাধভক্ষণ অনুষ্ঠান ও শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হল অঙ্গনওয়াড়ী কেন্দ্রে।

+
title=

#মালদহ : সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতীর সাধভক্ষণ অনুষ্ঠান ও শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হল অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। শুক্রবার মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই সুপুষ্টি দিবস পালন করা হল সারম্বরের সাথে। পুষ্টিগুণ সম্পন্ন খাবার দিয়ে গর্ভবতীর সাধ ভক্ষণ ও দুই শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাবার তাদের দেওয়া হয়। গর্ভবতীদের কি ধরণের খাবার খাওয়া প্রয়োজন। কোন কোন খাবারের পুষ্টিগুণ গর্ভবতীদের জন্য উপকারী। পাশাপাশি শিশুদের কি ধরণের সবজি বা খাবার খাওয়ানো প্রয়োজন।
এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অঙ্গনওয়াড়ী দফতরের উদ্যোগে পালিত হয় পুষ্টি দিবস। এই পুষ্টি দিবসের মাধ্যমে সাধারণমানুষকে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার এই পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে, প্রতিটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সৌরভ চ্যাটার্জী, কাজিগ্রাম পঞ্চায়েতের প্রধান সত্য চৌধুরী সহ অন্যান্যকর্তা আধিকারিক।
advertisement
আরও পড়ুনঃ গরুচোর সন্দেহে গণধোলাই! দুই অভিযুক্ত কে উদ্ধার বিএসএফের
পুষ্টি দিবস উপলক্ষে অন্নপ্রাশন ও সাধ ভক্ষণ অনুষ্ঠানের পাশাপাশি পার্শ্বগতি এলাকার মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত শিশু ও গর্ভবতীদের কি ধরনের খাবার খাওয়ানো উচিত। শাকসবজি সহ বিভিন্ন খাবারে কি কি পুষ্টিগুণ রয়েছে কোন পুষ্টি কি উপকার করবে তাদের এই সমস্ত বিষয়ে মূলত সচেতন করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জেলার গ্রামীণ এলাকায় এখনো বহু গর্ভবতী নানান কারণে পুষ্টি জনিত সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! কুড়ি বছরের বেশি সময় ধরে বেহাল রাস্তা এই গ্রামে
অনেক কিছুই সুষম খাবারের ঘাটতি থাকায় পুষ্টির অভাব দেখা দেয়। এই সমস্ত বিষয়ে আগে থেকেই মায়েদের ও পরিবারের লোকেদের সচেতন রাখতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ। শুধু পুষ্টি দিবসেই নয়, জেলা অঙ্গনওয়াড়ী দফতরের কর্মীরা নিয়মিত পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে এই সম্পর্কে সচেতন করে থাকেন নিয়মিত। বর্তমানে অনেকটাই সচেতন হয়েছে সাধারণ মানুষ এমনটাই জানান জেলা প্রশাসনের কর্তারা। আগামীতে নিয়মিত চলবে এই সচেতনতা শিবির।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: অভিনব পুষ্টি দিবস! অঙ্গনওয়ারি কেন্দ্রেই শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement