ট্যাবলোটি মালদহ জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতার প্রচার চালাবে। প্রশাসনের উদ্যোগে বছরের মতো এই বছর ও বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে। মালদহ জেলা জুড়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রশাসনের উদ্যোগে। মূলত মায়েদের নিয়ে অনুষ্ঠানগুলি করা হবে। শিশুদের পুষ্টি বৃদ্ধিতে মাতৃ দুগ্ধের কতটা প্রয়োজন সেই সম্পর্কিত বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে বিভিন্ন শিবিরের মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ আদিনায় হবে পাখি সুমারি, শামুকখোলের ভিড় ফরেস্টে
মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, প্রতিবছরের মত এবারও জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে। মায়েদের ও সাধারন মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য এই অনুষ্ঠানের। মালদহ জেলার গ্রামীন এলাকায় আশা কর্মী ও অঙ্গনওয়াড়ী দিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ অসহায় মহিলাদের জন্য অভিনব উদ্যোগ প্রশাসনের! জানুন...
সপ্তাহব্যাপী চলবে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান। পাশাপাশি একটি ট্যাবলের উদ্বোধন করা হয়েছে তার মাধ্যমেও চলবে সচেতনতার কাজ। শিশুদের মাতৃ দুগ্ধের পুষ্টিতে বিকাশের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা করা হবে সকলকে।
Harashit Singha