এর আগে জায়গাটি পঞ্চায়েতের উদ্যোগে সৌন্দর্যায়ন করা হয়েছিল। তবে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্তমান পঞ্চায়েতের প্রধান জায়গাটির সৌন্দর্যায়ন করতে শিশুদের বিনোদনের জায়গা ও সেলফি জোন গড়ে তুলছেন। খুশি এলাকার বাসিন্দারা। শিশুদের খেলার জন্য দোলনা, স্লোপিং, সহ বিভিন্ন খেলার সামগ্রী বসানো হচ্ছে। এছাড়াও পার্কের ভেতরে একটি সেলফি জোন তৈরি হয়েছে। সেখানে আই লাভ বুলবুলচন্ডী লেখা রয়েছে। এলাকায় একটি পার্কের প্রয়োজন ছিল স্থানীয়দের।
advertisement
আরও পড়ুনঃ অনলাইন শপিংয়ের দাপটে ব্রাত্য ছোট দোকানদারদের ব্যবসা!
অবশেষে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশুদের বিনোদনের জন্য একটি পার্ক তৈরি হওয়ায় এলাকার শিশুরা খুবই উপকৃত হবেবলে জানান এলাকার বাসিন্দারা। পরিত্যক্ত জায়গাটিকে নতুন করে সাজিয়ে তুলছে গ্রাম পঞ্চায়েত। জনবহুল এই এলাকায় পার্কটি তৈরি হওয়ায় উপকৃত হবে শিশুরা। পাশাপাশি এলাকার প্রাপ্তবয়স্ক থেকে অন্যান্যরাও অবসর সময় এখানে এসে কাটাতে পারবেন। মহালয়ার দিন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নব নির্মিত এই পার্কটির শুভ উদ্বোধন করা হবে। তার আগে জোর কদমে চলছে শেষ পর্বের কাজ।
Harashit Singha





