স্থানীয় বাসিন্দা, পথচারী থেকে এলাকার দৈনিক বাজারে আসা সাধারণ মানুষ এই জলাধার থেকে পানীয় জল সংগ্রহ করত। শুধু এই এলাকায় নয়, ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিক পানীয় জলাধার। পুরসভার পক্ষ থেকে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পরিষেবা চালু করা হয়েছে। সেই জলের পরিষেবাও এখনও শহরের প্রতিটি প্রান্তে পৌঁছয়নি। ফলে শহরের বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনো পরিশ্রুত পানীয় জল সমস্যায় ভুগছে। যদিও দ্রুত সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছানোর আশ্বাস দিচ্ছেন পুরসভার কর্তারা।
advertisement
রামনগর কাছারি এলাকায় এখানে একটি কমিউনিটির টয়লেট তৈরি করা হয়েছিল পুরসভার পক্ষ থেকে। সেটিও এখনও চালু করা হয়নি। এই শৌচালয়টি চালু হলে দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ উপকৃত হবেন বিশেষ করে দৈনিক বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের উপকার হবে অনেকটাই। বিদ্যুৎ সংযোগ, জলের ব্যবস্থা-সহ বিভিন্ন সুবিধা থাকলেও তা সাধারন মানুষ ব্যবহার করতে পারছেন না। বন্ধ শৌচালয়।
আরও পড়ুন: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও
আরও পড়ুন: চাকরির নাম কোটি কোটি টাকা আত্মসাৎ! ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'এই' জেলায়!
স্থানীয়দের দাবি, জলাধার এবং শৌচালয় চালু হলে উপকৃত হবেন দূর-দূরান্ত থেকে আসা মানুষ ও স্থানীয়রা।ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন কানেক্ট করা হবে জলধারগুলিতে। দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।"
হরষিত সিংহ





