Winter Fashion: শীতে মালদহে ফ্যাশনের হটস্পট, চোখ ধাঁধানো কালেকশন! দরদাম করতে পারলে মিলবে বিরাট ছাড়

Last Updated:

Malda Winter Fashion: জাঁকিয়ে শীত পড়তেই অস্থায়ী শীতবস্ত্রের বাজার বসল মালদহ শহরে। পাহাড়ি রাজ্যগুলির পোশাকের সমাহার নিয়ে হাজির বাঙালি ব্যবসায়ীরা।

+
মালদহে

মালদহে অস্থায়ী শীতবস্ত্রের বাজার

মালদহ, জিএম মোমিন: দেখতে গ্রীষ্মকালীন কাপড়, তবে পড়তে পারবেন জাঁকালো শীতেও। বড়দের চুরিদার থেকে কুর্তি, বাচ্চাদের ফ্রক থেকে টপ সমস্ত কিছুই এবারে শীতবস্ত্রে। থ্রি পিস, হেয়ার টপ, ক্রোক টপ, ফেন্সি টপ, ফেন্সি পঞ্চু ইত্যাদি একাধিক রকম নিত্যনতুন আধুনিক ডিজাইনের শীতবস্ত্র পাবেন এখানে এলে।
এবারে জাঁকিয়ে শীত পড়তেই অস্থায়ী শীতবস্ত্রের বাজার বসল মালদহ শহরে। নেপালি, তিব্বতি ও পাহাড়ি রাজ্যের বাসিন্দাদের শীতবস্ত্রের বাজার তো জেলায় জেলায় দেখেছেন। তবে এবারে সেই পাহাড়ি রাজ্যগুলির পোশাকের সমাহার নিয়ে হাজির হলেন বাঙালিরা। দরাদরি করার সুযোগও রয়েছে। পাশাপাশি বিশেষ ছাড়ে সমস্ত রকম আধুনিক ডিজাইনের শীতবস্ত্র মিলবে এই বাজারে।
advertisement
advertisement
মালদহ শহরের বৃন্দাবনে মাঠ সংলগ্ন এলাকায় শীত বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে বসেছে জমজমাট শীতবস্ত্র বাজার। এক বিক্রেতা টাইগার ঘোষ জানান, “প্রতিবছরই শীতের মরশুমে প্রায় শতাধিক ব্যবসায়ীরা শীতবস্ত্রের দোকান নিয়ে এই অস্থায়ী মার্কেটে আসেন। সন্ধ্যা নামলেই ব্যাপক ভিড় জমে বাজারে। ১০০ থেকে ৫০০০ টাকা দামের একাধিক রকম নিত্যনতুন ডিজাইনের শীতবস্ত্র রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক ক্রেতা পুনম রায় পাল জানান, “এবছর নিত্যনতুন ভাল শীতবস্ত্রের কালেকশন রয়েছে। ছেলেমেয়েদের ব্লেজার, ওয়ান পিস সহ একাধিক রকম নিত্যনতুন শীতের পোশাক খুব কম দামে পাওয়া যায়।” শীতকালের জন্য সাধারণত সোয়েটারের মত উলের মোটা পোশাক পাওয়া গেলেও চুরিদার, থ্রি পিস, হেয়ার টপ, ক্রোক টপ, ফেন্সি টপ ইত্যাদি একাধিক রকম শীতবস্ত্রের কালেকশন বিশেষভাবে আকর্ষণ করেছে জেলাবাসীকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Winter Fashion: শীতে মালদহে ফ্যাশনের হটস্পট, চোখ ধাঁধানো কালেকশন! দরদাম করতে পারলে মিলবে বিরাট ছাড়
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement