Money Making Tips: ৫০ টাকা দর, ব্যাপক চাহিদা! মুরগির মল দিয়ে তৈরি সারে অঢেল আয়, পথ দেখাচ্ছেন মালদহের চাষি

Last Updated:

Malda Money Making Tips: বিশেষ পদ্ধতি ব্যবহার করে জৈব সার তৈরি করলেন মালদহের এক পোল্ট্রি ফার্ম চাষি। পোল্ট্রি মুরগির মল দিয়ে উন্নতমানের জৈব সার তৈরি করে নজর কাড়লেন সকলের।

+
জৈব

জৈব সার তৈরি মালদহের ইংরেজবাজার ব্লকের কামাত এলাকায় 

মালদহ, জিএম মোমিন: উদ্ভিদবিদ্যা বা কৃষি বিজ্ঞান নিয়ে প্রশিক্ষণ নয়। নিজেই বিশেষ পদ্ধতি ব্যবহার করে জৈব সার তৈরি করলেন মালদহের এক পোল্ট্রি ফার্ম চাষি। পোল্ট্রি মুরগির মল দিয়ে উন্নতমানের জৈব সার তৈরি করে নজর কাড়লেন সকলের। কৃষি জমি থেকে চা বাগান একাধিক রকম কৃষি কাজে ব্যাপক ফলনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই জৈব সার। ফার্মের মধ্যে পোল্ট্রি কম্পোস্ট পদ্ধতি ব্যবহার করে এমনই উন্নতমানের জৈব সার তৈরি করছেন পোল্ট্রি ফার্ম চাষিরা।
শুধু মালদহ জেলা নয় দার্জিলিং, শিলিগুড়ি ইত্যাদি এলাকায় কৃষি কাজের জন্য ব্যাপক চাহিদা দেখা দেয় এই পোল্ট্রি সারের। বাজারে প্রায় ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয় সার। বিশেষ কোনও বিনিয়োগ নয়, মুরগির মলের সঙ্গে ধানের গুঁড়ো, কাঠের গুঁড়ো মিশিয়ে তৈরি হয় এই বিশেষ সার। মালদহের ইংরেজবাজার ব্লকের কামাত এলাকায় নিজের পোল্ট্রি মুরগি ফার্মে সার তৈরি করছেন পিন্টু মণ্ডল। তিনি জানান, “গত পাঁচ বছর ধরে নিজের ফার্মে এই পোল্ট্রি মুরগির সার তৈরি করছি। আলাদাভাবে বিনিয়োগের প্রয়োজন পড়ে না। পর্যাপ্ত পরিমাণে মুরগি বড় হওয়ার পর ফার্ম পরিষ্কার করে মুরগির মল দিয়ে এই সার তৈরি করি। এর ফলে আলাদাভাবে বিকল্প আয় হয়ে যায়।”
advertisement
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুশয়ন্ত কুমার রাঘব জানান, “পোল্ট্রি মুরগি ফার্ম চাষির এমন বিকল্প পদ্ধতি সত্যি খুব দূরদর্শী। সাধারণ এই পদ্ধতি ব্যবহার করে পোল্ট্রি ফার্ম চাষিরা এই জৈব সার তৈরি করতে পারবেন। পোল্ট্রি কম্পোস্ট সার তৈরির জন্য যত বেশি সময় ধরে রাখা কম্পোস্ট করা তত বেশি উন্নতমানের হবে সার। এই নিয়ে চাষিরা চাইলে কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে প্রশিক্ষণ নিতে পারেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত উদ্ভিদবিদ্যা এবং কৃষি বিজ্ঞান নিয়ে প্রশিক্ষিতদের এই জৈব সার তৈরি করতে দেখা দেয়। তবে বিশেষ কোনও প্রশিক্ষণ ছাড়াই পোল্ট্রি ফার্মের মধ্যে পোল্ট্রি চাষির সার তৈরির এমন বিকল্প পদ্ধতি নজর কেড়েছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ৫০ টাকা দর, ব্যাপক চাহিদা! মুরগির মল দিয়ে তৈরি সারে অঢেল আয়, পথ দেখাচ্ছেন মালদহের চাষি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement