আরও পড়ুন: দশ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ রাস্তা, হুঁশ নেই কারোর
দূর্গতদের পাশে না দাঁড়িয়ে কেন্দ্র-রাজ্যের জন প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। এই পরিস্থিতিতে মালদহের ভাঙন কবলিত কান্তটোলা গ্রামের বাসিন্দারা চাইছেন, ভেদাভেদ ভুলে দুই সরকার হাত মিলিয়ে তাঁদের সমস্যার স্থায়ী সুরাহা করুক। গত এক সপ্তাহ ধরে লাগাতার গঙ্গা ভাঙনের জেরে এখানকার প্রায় শতাধিক পরিবার রাতারাতি ভিটেমাটি হারিয়ে পথে এসে বসেছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করায় ক্ষোভ প্রকাশ করছেন দুর্গতরা।
advertisement
ভাঙন বিপর্যস্ত বলরাম মণ্ডল বলেন, আমরা চাই পুনর্বাসন। কিন্তু কেউ কিছু করছে না। অনেক নেতা আসছে, কিন্তু কাজ হচ্ছে না। এদিন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলা-পুরুষ সকলেই। রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে গত এক সপ্তাহ ধরে শুরু হয়েছে গঙ্গার ব্যাপক ভাঙন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এলাকায় গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেও দুর্গতরা শুকনো কথার বদলে কাজ দেখতে চাইছেন।
হরষিত সিংহ