TRENDING:

Malda News: কেন্দ্র-রাজ্য দোষারোপের খেলায় ক্ষুব্ধ ভাঙন বিপর্যস্তরা

Last Updated:

কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে ক্ষুব্ধ মালদহের নদী ভাঙনে বিপর্যস্তরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: গঙ্গা ভাঙনের কবলে পড়ে দিশেহারা অসংখ্য পরিবার। কোথায় আশ্রয় নেবেন, কী খাবেন তার কোন‌ও ঠিক ঠিকানা নেই। এমন পরিস্থিতিতে এলাকায় আসছেন একের পর এক জনপ্রতিনিধি। ভাঙন এলাকা পরিদর্শন করে ফিরে যাচ্ছেন। সঙ্গে একরাশ প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মূলত কেন্দ্র-রাজ্য টানাটানিতে ভাঙন বিপর্যস্তরা একই তিমিরে থেকে যাচ্ছেন।
advertisement

আরও পড়ুন: দশ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ রাস্তা, হুঁশ নেই কারোর

দূর্গতদের পাশে না দাঁড়িয়ে কেন্দ্র-রাজ্যের জন প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন। এই পরিস্থিতিতে মালদহের ভাঙন কবলিত কান্তটোলা গ্রামের বাসিন্দারা চাইছেন, ভেদাভেদ ভুলে দুই সরকার হাত মিলিয়ে তাঁদের সমস্যার স্থায়ী সুরাহা করুক। গত এক সপ্তাহ ধরে লাগাতার গঙ্গা ভাঙনের জেরে এখানকার প্রায় শতাধিক পরিবার রাতারাতি ভিটেমাটি হারিয়ে পথে এসে বসেছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ করায় ক্ষোভ প্রকাশ করছেন দুর্গতরা।

advertisement

View More

ভাঙন বিপর্যস্ত বলরাম মণ্ডল বলেন, আমরা চাই পুনর্বাসন। কিন্তু কেউ কিছু করছে না। অনেক নেতা আসছে, কিন্তু কাজ হচ্ছে না। এদিন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মহিলা-পুরুষ সকলেই। রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে গত এক সপ্তাহ ধরে শুরু হয়েছে গঙ্গার ব্যাপক ভাঙন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এলাকায় গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেও দুর্গতরা শুকনো কথার বদলে কাজ দেখতে চাইছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: কেন্দ্র-রাজ্য দোষারোপের খেলায় ক্ষুব্ধ ভাঙন বিপর্যস্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল