আরও পড়ুন:
প্রতিবছরের মত এবারও মালদহ শহরের পল্লিশ্রী ময়দানে ইসকনের পক্ষ থেকে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছেন। এখানে সাতদিন জগন্নাথদেবকে রাখা হয়। চলে বিভিন্ন অনুষ্ঠান। প্রতিদিন ভোর থেকে শুরু হয় অনুষ্ঠান। দণ্ডিচা উৎসব উপলক্ষে ভোগ, প্রদাস বিতরণ হয়। প্রতিদিন ৫৬ রকম অন্নভোগ দেওয়া হয়। প্রতিদিন বিনামূল্যে অন্নভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। মায়াপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসকনের প্রভুরা এখানে আসেন ধর্মকথা শোনান। নিয়ম মেনে জগন্নাথদেবের পুজো, শয়ন সমস্ত কিছু হয়ে থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এই উৎসবে।
advertisement
আরও পড়ুন: হাওড়ায় বিরিয়ানি কাণ্ড! এমন বিরিয়ানি? তাও এই দামে? জানলে অবাক হবেন
প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার ভক্তরা এখানে আসেন।প্রতিদিন সকালে ভগবানকে ঘুম থেকে তোলা হয়। তারপর থেকে শুরু হয় অনুষ্ঠান। সকালে ভোগ পুজো দেওয়া হয়। তারপর দুপুরে প্রভুকে শয়নে দেওয়া হয়। বিকেলে ঘুম থেকে তোলার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আরতি দেওয়া হয়। এই আরতি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ও অংশগ্রহণ করেন বহু ভক্ত। ইসকন সদস্য ব্রজলাল কাঁনাইদাস বলেন, এই বছর আমাদের রথ উৎসব ১৯ তম। সাতদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জগন্নাথদেবের পুজো সহ অন্নভোগ বিতরণ হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠীত হবে।
হরষিত সিংহ