তবে অন লাইন কেনা কাটার বাজারে কিছুটা হলেও বিক্রি কমেছে। অনেকেই আবার দোকান থেকে কিনতে আগ্রহী।মাঝে দুই বছর করোনার জন্য বিক্রি তেমন হয়নি। চলতি বছরে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তবে অনলাইন কেনাকাটার যুগে অনেকেই বাজার থেকে মুখ ফিরিয়েছেন। তার প্রভাব পড়েছে মালদা শহরের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র রাখী বিক্রেতাদের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ গণপিটুনিতে মৃত্যু যুবকের, পুরনো বিবাদের জেরেই মারধর! অভিযোগ পরিবারের
আগের তুলনায় মানুষ এখন বাজারে এসে খুব কম রাখি কিনছেন। এদের লোকসানের মুখে পড়ছেন বিক্রেতারা। কোথাও পরিবেশ বান্ধব রাখী আবার কোথাও বিভিন্ন ডিজাইনের রাখী নজর কাড়ছে ক্রেতাদের। অনলাইন কেনাকাটার দরুন বিক্রি কিছুটা হয়তো কমেছে। তবে এখনো বাজারে এসে বহু মানুষ পছন্দ করে রাখী কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
Harashit Singha
Location :
First Published :
August 10, 2022 9:05 PM IST