সোমবার মালদহ ডিভিশনের ডিআরএম নিজের হাতে পুরস্কৃত করেন মহম্মদ ইসহাক আলিকে। নিরাপত্তা জীবনের একটি অপরিহার্য অংশ। ট্রেন পরিচালনায় এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দিনরাত কাজ করতে হয় রেল কর্মীদের। রেলের কর্মী আধিকারিকদের মনোবল বৃদ্ধি করতে সাহসিকতার প্রশংসা করার জন্য মালদহ রেল ডিভিশন প্রতি সপ্তাহে একটি সেফটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে৷ ৩০ জানুয়ারি ডিআরএম বিকাশ চৌবের পক্ষ থেকে পুরস্কৃত করা রেলের চতুর্থ শ্রেণির কর্মী মহম্মদ ইসহাক আলিকে।
advertisement
আরও পড়ুন: মেয়েকে আর দেখা হল না বধূর, বেপরোয়া গাড়ি কেড়ে নিল প্রাণ!
ফারাক্কা এক্সপ্রেসের যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য মহম্মদ ইসহাক আলির হাতে একটি শংসাপত্র ও একটি মেডেল তুলে দেওয়া হয় রেলের পক্ষ থেকে। মালদহ রেল ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, কাজের প্রতি অসাধারন তৎপরতা ও কাজের প্রতি নিষ্ঠার জন্য তাঁকে রেলওয়ে সেফটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়েছে। রেলের কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি করতে এই ধরনের পুরস্কার প্রদান করা হচ্ছে।
হরষিত সিংহ