আরও পড়ুন: মায়ের দুধের বিকল্প নেই
মালদহ মেডিকেল কলেজে মরণোত্তর দেহদানের পরিকাঠামো আছে। প্রতিবছর অনেকের দেহই মৃত্যুর পর তাঁর পরিজনরা এখানে দান করেন। তার চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে প্রভূত সাহায্য করে। কিন্তু বললেন ডেথ রোগীদের অঙ্গদানের পরিকাঠামো না থাকায় জেলার বহু রোগী বঞ্চিত হচ্ছে। তবে মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই এখানেও অঙ্গদানের পরিকাঠামো তৈরির পরিকল্পনা আছে।
advertisement
অঙ্গদানের পরিকাঠামো গড়ার প্রাথমিক ধাপ হিসেবে আগামীতে এখানে আই ব্যাঙ্ক খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি অঙ্গদানের পরিকাঠামো গড়ার জন্য মালদহ মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।
বৃহস্পতিবার গোটা দেশেই পালিত হয় জাতীয় অঙ্গদান দিবস। মালদহ মেডিকেল কলেজে এই অঙ্গদান দিবসকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে এদিন হাসপাতাল চত্বরে একটি ব়্যালি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অঙ্গ দান সম্পর্কে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক পথসভাও হয় হাসপাতাল চত্বরে। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএস ভিপি পূরঞ্জয় সাহা সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
হরষিত সিংহ