TRENDING:

Malda News: জেলাতেও অঙ্গদানে ইচ্ছুক পরিজনের সংখ্যা বাড়ছে, কিন্তু পরিকাঠামোর অভাব

Last Updated:

কলকাতার পাশাপাশি জেলাতেও ব্রেন ডেথ রোগীর অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়ছে। অনেকেই আগ্রহী হলেও পরিকাঠামোর অভাবে মৃত পরিজনের অঙ্গদান করতে পারছেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: অঙ্গদান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখন হামেশাই খবরের কাগজ, টিভি চ্যানেলে দেখা যায় ব্রেন ডেথ রোগীর বিভিন্ন অঙ্গ দান করায় সম্মত হচ্ছেন তাঁর পরিজনরা। এই বিষয়ে সচেতনতা কলকাতা ছাড়িয়ে জেলার মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে মালদহ মেডিকেল কলেজে আয়োজিত হল জাতীয় অঙ্গদান দিবসের অনুষ্ঠান। তবে আক্ষেপের বিষয় হল মেডিকেল কলেজে এখনও অঙ্গদানের পরিকাঠামো গড়ে ওঠেনি। ফলে ইচ্ছে থাকলেও এখানে অঙ্গদান সম্তব নয়।
advertisement

আরও পড়ুন: মায়ের দুধের বিকল্প নেই

মালদহ মেডিকেল কলেজে মরণোত্তর দেহদানের পরিকাঠামো আছে। প্রতিবছর অনেকের দেহই মৃত্যুর পর তাঁর পরিজনরা এখানে দান করেন। তার চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে প্রভূত সাহায্য করে। কিন্তু বললেন ডেথ রোগীদের অঙ্গদানের পরিকাঠামো না থাকায় জেলার বহু রোগী বঞ্চিত হচ্ছে। তবে মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই এখানেও অঙ্গদানের পরিকাঠামো তৈরির পরিকল্পনা আছে।

advertisement

অঙ্গদানের পরিকাঠামো গড়ার প্রাথমিক ধাপ হিসেবে আগামীতে এখানে আই ব্যাঙ্ক খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি অঙ্গদানের পরিকাঠামো গড়ার জন্য মালদহ মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

বৃহস্পতিবার গোটা দেশেই পালিত হয় জাতীয় অঙ্গদান দিবস। মালদহ মেডিকেল কলেজে এই অঙ্গদান দিবসকে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে এদিন হাসপাতাল চত্বরে একটি ব়্যালি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে অঙ্গ দান সম্পর্কে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক পথসভাও হয় হাসপাতাল চত্বরে। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএস ভিপি পূরঞ্জয় সাহা সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জেলাতেও অঙ্গদানে ইচ্ছুক পরিজনের সংখ্যা বাড়ছে, কিন্তু পরিকাঠামোর অভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল