এলাকার এক বাসিন্দার ডেঙ্গি ধরা পড়তেই গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এমনকি নিয়মিত নোংরা আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ তুলছেন খোদ কাউন্সিলর সহ বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সুতপা মুখার্জি বলেন, “এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আমার ওয়ার্ড এলাকায় জঙ্গল আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। সাফাই কর্মীর সংখ্যা অনেক কম রয়েছে। ব্লিচিং পাউডার আরও বেশি প্রয়োজন। বিষয়টি আমি চেয়ারম্যানকে বলেছি তিনি আশ্বাস দিয়েছেন।”
advertisement
আরও পড়ুন ঃ অমৃত ভারত প্রকল্পে নতুন কী কী পেতে চলেছেন মালদহের মানুষজন
নিয়মিত ব্লিচিং পাউডার ছাড়ানো হচ্ছে না এলাকায় বিভিন্ন জায়গায় জমা থাকছে আবর্জনার স্তূপ মশা মাছি নিধনের কীটনাশক ও প্রয়োগ করা হচ্ছে না নিয়মিত। ডেঙ্গি মোকাবিলায় বর্ষার মরশুমে স্বাস্থ্য দফতর থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরও শহরের একাংশ জুড়ে নিয়মিত পরিচ্ছন্ন রাখার কাজ করা হচ্ছে না বলে অভিযোগ তুলছেন বাসিন্দারা। আর তার জেরেই এলাকায় অজানা জ্বর এমনকি ডেঙ্গির হচ্ছে।
ইংরেজবাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা বস্তি। জঙ্গল জঞ্জালে ভরা চারিদিক। এই এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে মশা মারার স্প্রে থেকে ব্লিচিং পাউডার ছাড়ানো হচ্ছে না বলে অভিযোগ। এমনকি জঙ্গল পরিষ্কার করা হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর ও এলাকার বাসিন্দারা জঙ্গল পরিষ্কারের দাবি তুলেছেন। যদিও গোটা শহর জুড়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ চলছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।
আরও পড়ুন ঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, গর্ভবতী পরিচারিকা! জানাজানি হতেই বিয়েতে নারাজ অভিযুক্ত
বাড়ি বাড়ি গিয়ে পুরসভার কর্মীরা মানুষকে সচেতন করছেন জমা জল সহ বিভিন্ন বিষয় সচেতন করা হচ্ছে। এমনকি একুশ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। খবর পাওয়ার পর সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, ২১ নম্বর ওয়ার্ড এলাকায় একজনের ডেঙ্গি আক্রান্তের খবর পেয়েছি। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে।
হরষিত সিংহ