Malda News: অমৃত ভারত প্রকল্পে নতুন কী কী পেতে চলেছেন মালদহের মানুষজন

Last Updated:

বদলে যাচ্ছে মালদহ টাউন স্টেশনের সম্পূর্ণ রূপ। জেলার ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া থাকছে নব নির্বাচিত স্টেশনের।

+
title=

মালদহ- মালদহ টাউন স্টেশনের নতুন নকশা প্রকাশিত করা হল। বদলে যাচ্ছে স্টেশনের সম্পূর্ণ রূপ। জেলার ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া থাকছে নব নির্বাচিত স্টেশনের। থাকছে আধুনিক যাত্রী পরিষেবা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা। বদলে যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরের নকশা। রবিবার অমৃত ভারত প্রকল্পে দেশের পাঁচশোর বেশি স্টেশনের আধুনিকীকরণের কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন Purba Medinipur News: কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
ভার্চুয়ালি সমস্ত স্টেশন গুলির শিলান্যাস করা হয়। মালদহ টাউন স্টেশনে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেশন কর্তৃপক্ষ ও মালদহ ডিভিশনের পক্ষ থেকেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই মালদহ টাউন স্টেশনের আধুনিকীকরণ নবরূপে কিভাবে সেজে উঠছে স্টেশন তার রূপরেখা প্রকাশিত করা হয়। স্টেশনের বাইরের অংশ প্রবেশপথ স্টেশন ভবন প্ল্যাটফর্ম সহ সমস্ত কিছু পরিবর্তন হবে। ইতিমধ্যে মালদহ টাউন স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। স্টেশন চত্বরে একাধিক পুরনো ভবন ভেঙে নতুন করে আধুনিক ভবন তৈরির কাজ শুরু হয়েছে। স্টেশনের এক প্লাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যা তাদের জন্য আধুনিক ফুড ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
যাত্রীদের সুবিধার জন্য চলমান সিঁড়ি লিফট বসানো হচ্ছে একাধিক প্ল্যাটফর্মে। সমস্ত প্ল্যাটফর্মে থাকবে আধুনিক ডিসপ্লে। যেখান থেকে যাত্রীরা বিভিন্ন ট্রেনের যাতায়াত গতিবিধি সম্পর্কে জানতে পারবেন।মালদহ ও রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ডিভিশনের অধীনে ১৫ টি স্টেশন আধুনিকরণ করা হচ্ছে। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে পরিকাঠামো উন্নয়ন ও আধুনিক অত্যাধুনিক পরিকাঠামো তৈরির জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।মালদহ টাউন স্টেশনে যে সমস্ত কাজগুলি হচ্ছে সেগুলি হল, স্টেশনে প্রবেশের সুবিধে, প্রশস্থ প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সহ প্রশস্ত এর ব্যবস্থা , ব্যবহারকারী-বান্ধব সাইনবোর্ড এবং সব ধরনের ডিজিটাল ডিসপ্লে। যাত্রীদের সুবিধার জন্য আধুনিক শৌচালয় থেকে সমস্ত রকম পরিষেবা দেওয়ার পরিকল্পনা হয়েছে। যাত্রীদের ভিড় সামাল দিতে মালদহ টাউন স্টেশনে প্রায় ১২ মিটার চওড়া ফুড ব্রিজ তৈরি করা হচ্ছে। মালদা টাউন স্টেশন চত্বরে থাকবে ফ্রি ওয়াইফাই। যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।সমস্ত কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে শুরু হয়ে গেছে কাজ।
advertisement
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের অসুবিধা না করে কাজ করা হবে। তাই এক সঙ্গে নয় ধাপে ধাপে কাজ করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে মালদহ টাউন স্টেশনের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, “অমৃত ভারত প্রকল্পে স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। ভার্চুয়ালি কাজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। কী কী পরিবর্তন হচ্ছে স্টেশনের তা আমরা প্রকাশিত করেছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে”।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অমৃত ভারত প্রকল্পে নতুন কী কী পেতে চলেছেন মালদহের মানুষজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement