Leopard in cage: খাবারের লোভে ফের ডুয়ার্সে খাঁচা বন্দি লেপার্ড

Last Updated:

ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হল লেপার্ড। জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা।

+
title=

জলপাইগুড়ি: ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হল লেপার্ড। জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ঘটনা।বাতাবাড়ি চা বাগানের 5B সেকশনে খাঁচা বন্দি হল লেপার্ড। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ডটির গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। এরপর খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমায় ওই এলাকায়।
খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সমেত লেপার্ডটিয়ে নিয়ে যায়।উল্লেখ্য,সন্ধ্যার পরেই চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছিল লেপার্ড। নিয়ে যাচ্ছিল ছাগল, কুকুর। আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বের হচ্ছিল না।
advertisement
advertisement
বাগান কর্তৃপক্ষের তরফে লেপার্ড ধরতে বনদফতরের কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়।২৪ জুলাই বাগানের ফাইভ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়। সাত দিন পর ওই খাঁচায় খাঁচা বন্দি হয় লেপার্ড। অবশেষে লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় আতঙ্ক মুক্ত হল চা বাগানের শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Leopard in cage: খাবারের লোভে ফের ডুয়ার্সে খাঁচা বন্দি লেপার্ড
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement