আরও পড়ুন: মিড ডে মিলের রাঁধুনিকে কাজে যোগ দিতে বাধা তৃণমূল নেতার
সূত্রের খবর বোমা বাঁধার সময় বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে যায় মুকুল রহমানের (৫০)। তিনি মারা গিয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো কয়েকজন। বিস্ফোরণের পরই ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে কালিয়াচক-জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের করারি চাঁদপুর এলাকায়। জনবসতি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে লিচু বাগানের মধ্যে বোমা বাঁধছিলেন মুকুল রহমান। সেই সময়ই বিস্ফোরণ হয়। ঘটনাস্থল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
advertisement
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। এদিকে কেন্দ্রীয় বাহিনীও এলাকায় পৌঁছে চারিদিক ঘিরে ফেলে। পুলিশের সন্দেহ মৃত মুকুল রহমান ছাড়াও আরো বেশ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা আহতও হয়েছে বলে পুলিশের ধারণা। তবে সেই আহতরা কোথায় গেল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসায় মালদহে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
হরষিত সিংহ