পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ব্যাগ দুটিকে ঘিরে রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াডে। পরিত্যাক্ত ব্যাগ দুটি একটি আম গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে রয়েছে। তাই ঘিরেই সন্দেহ হয় গ্রামের বাসিন্দাদের। মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের রাজনগর গ্রামের পার্শ্ববর্তী মাঠে হঠাৎ গ্রামের বাসিন্দাদের নজরে আসে পরিত্যাক্ত ব্যাগ দুটি।
advertisement
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে এক পাচারকারী
আম গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে দুটি পরিত্যাক্ত ব্যাগ পড়ে রয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বোম স্কোয়াড।পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কখনো মালদহের কালিয়াচক আবার কখনো মানিকচক থানা এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আবারো বোমাতঙ্ক ছড়ালো মানিকচক থানা এলাকায়। বারবার বোমা উদ্ধার বা বোমাতঙ্কের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। উঠছে পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে নানা প্রশ্ন।
Harashit Singha