মালদহের বিভিন্ন রুট ছাড়াও রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর রুটে বাস চলাচল করে। প্রতিদিন গড়ে গাজোল থেকে বিভিন্ন রুটে ১০০ টির বেশি বেসরকারি বাস চলাচল করে। এছাড়াও সরকারি বাস চলাচল করে প্রতিটি রুটে। প্রতিদিন প্রচুর পরিমাণে যাত্রীবাহী বাস চলাচল করলেও বাস টার্মিনাস তৈরি হয়নি গাজোলে।
আরও পড়ুনঃ সন্ধ্যার পরে অন্ধকার নেমে আসে শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায়
advertisement
মালদহের গাজোলে বাস টার্মিনাস তৈরীর দাবি দীর্ঘদিনের, আশ্বাস মিলেছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো উদ্যোগ নিয়ে কাজ হয়নি, এদিকে দিনের পর দিন বাড়ছে বাসের সংখ্যা। নিয়মিত রাজ্য সড়কের উপরে বাস সারি বেঁধে দাঁড়িয়ে থাকছে।
আরও পড়ুনঃ পাইপ লাইন না হওয়ায় জল পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ
শুধু বাস নয়, স্থানীয় রুটের ছোট গাড়িগুলিও রাজ্য সড়কের ধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে যেমন যানজট নৃত্য সমস্যা অপরদিকে রাস্তার ওপর দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের।
Harashit Singha