Malda: সন্ধ্যার পরে অন্ধকার নেমে আসে শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসছে মালদহ শহরের জাতীয় সড়ক ও ওভার ব্রিজে। অন্ধকারে ছেয়ে থাকছে গোটা রথবাড়ি ও সুকান্ত মোড়। একটু বেশি রাত হতেই চলাচল করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
#মালদহ : সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসছে মালদহ শহরের জাতীয় সড়ক ও ওভার ব্রিজে। অন্ধকারে ছেয়ে থাকছে গোটা রথবাড়ি ও সুকান্ত মোড়। একটু বেশি রাত হতেই চলাচল করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জাতীয় সড়ক ও ওভারব্রিজের বাতি স্তম্ভের আলো জ্বলছে না। অকেজো হয়ে পড়েছে সমস্ত লাইট। রাতে মহিলারা চলাচল করতে সমস্যায় পড়ছেন। এমনকি অন্ধকারে সুযোগে সমাজ বিরোধীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। মাঝে মধ্যেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। শহরের বাসিন্দাদের দাবি আলো গুলি মেরামতির করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে দ্রুত। মালদহ শহরের প্রাণ কেন্দ্রে রথবাড়ি মোড়। এই মোড়ে উপর দিয়ে গিয়েছে জাতীয় সড়ক ও একটি ওভার ব্রিজ। প্রায় রাতভোর সাধারণ মানুষের আনাগোনা দেখা যায় রথবাড়ি মোড়ে। অপরদিকে সুকান্ত মোড়েও রাতভোর মানুষের আনাগোনা থাকলেও আলো জ্বলছে না। শুধু তাই নয়, সুকান্ত মোড় থেকে গৌড়ভবন মোড় পর্যন্ত জাতীয় সড়কের পথবাতি অকেজো হয়ে পড়ে রয়েছে।
শহরের মধ্যে প্রায় চার কিলোমিটার জুড়ে পথবাতি জ্বলছেনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পূর্ত দফতরের দায়িত্বে রয়েছে জাতীয় সড়ক ও ওভার ব্রিজের পথবাতি। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেছে না। এদিকে রাতে মালদহ শহরে যাতাযাত করতে সমস্যায় পড়তে হচ্ছে। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বহু সাধারণ মানুষের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা
তবে দীর্ঘদিন ধরেই মালদা শহরের প্রধান মোড় গুলিতে আলোর সমস্যা রয়েছে এমনটাই দাবি স্থানীয়দের। পুরসভার তরফ থেকে এই মোড় গুলিতে একটি করে হাইমার্চ টাওয়ার লাইট বসানো হয়েছে। সে টাওয়ারের লাইট গুলি আপাতত জ্বলছে।
advertisement
advertisement
ব্রিজ ও জাতীয় সড়কের দুই ধারের ৯০ শতাংশ লাইট অকেজো হয়ে পড়ে রয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা দাবি তুলছে এই লাইটগুলি আলো জ্বললে অনেকটাই সমস্যার সমাধান হবে সাধারণ মানুষের। সন্ধ্যার পরে রাস্তায় যাতায়াত করতে অনেকটাই ভয় ভীতি কাটবে মহিলা থেকে শিশুদের।
Harashit Singha
Location :
First Published :
July 11, 2022 6:20 PM IST