দুই বছর করোনা পরিস্থিতিতে মালদাহ রেল ডিভিশনের ডিআরইউসিসি মিটিং বন্ধ ছিল। করনার পর বুধবার মালদহ ডিভিশন অফিসে কমিটির সকল সদস্যদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। যাত্রী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের মানুষ এই কমিটির সদস্য। পাশাপাশি এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মালদহ রেল ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চ পদস্থ কর্তা আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুনঃ পথ কুকুরের বন্ধ্যাত্বকরণ ও জলাতঙ্ক রোগের টিকাকরন কর্মসূচি
এদিনের এই বৈঠকে মালদহ রেল ডিভিশনের একাধিক ছোট বড় স্টেশনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা তুলে ধরা হয়। মালদহ রেল ডিভিশনের অধীনে বেশ কিছু ছোট স্টেশনে শৌচালয় সহ অন্যান্য যাত্রী পরিষেবা নেই। সেগুলি তৈরীর দাবি ওঠে। মালদহের ঐতিহ্যবাহী গৌড় এক্সপ্রেস ট্রেনে আধুনিক কামরা লাগানোর দাবি তোলেন সদস্যরা। এছাড়াও বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনে নতুন আরো কয়েকটি এসি বগি লাগানোর দাবি ওঠে।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা, নেই পরিকাঠামো! ভাটরায় ঘুরতে গিয়ে সমস্যায় পর্যটকেরা
এছাড়াও রেলের যাত্রী পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। ডিআরএম যতীন্দ্রকুমার বলেন, বৈঠকে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন রেলের সুরক্ষা বিষয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা স্টেশন ও রেলের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন। কিছু নতুন পরিসেবা চালুর দাবি উঠেছে। কমিটির সদস্যরা যে সমস্ত দাবিগুলো তুলেছেন সেগুলি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। আগামীতে সাধারণ মানুষের দাবি ভিত্তিক রেলের উন্নয়নমূলক ও যাত্রী পরিষেবার স্বাচ্ছন্দে কাজ করা হবে।
Harashit Singha