অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল আলীমের নাম জানতে পারে। মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ গোপনে হানা দিয়ে অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেফতার করে। ২৩ মে গ্রেফতার করে মালদহে নিয়ে আসে। আদালতে পেশ করে দিল তোকে সাত দিনের পুলিশি হেফাজতের নেয়। জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের বহু তথ্য জানতে পারে পুলিশ।
আরও পড়ুনঃ আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবা চালু ইংরেজবাজারে
advertisement
ধৃতের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বেআইনি চালু সিম কার্ড। পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, মূলত প্রতারণা চক্রের ব্যবহার করা হয় এই সিম কার্ড গুলি। ভুয়া তথ্য দিয়ে সিম কার্ড গুলি চালু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত আব্দুল আলিম একসময় সিম কার্ডের ডিস্ট্রিবিউটর ছিলেন। তারপরে ধীরে ধীরে প্রতারণা চক্রের যুক্ত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ দুর্দান্ত সাফল্য! মাদ্রাসায় রাজ্যে প্রথম ও দ্বিতীয় মালদহ জেলার দুই ছাত্রী!
মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মঙ্গলবার মালদহ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে মালদহ জেলা আদালতে পেশ করে। এই প্রতারণা চক্রের সাথে আরও বড় কোন আন্তঃরাজ্য বা আন্তঃজেলা চক্র রয়েছে এমনটাই দাবি জেলা পুলিশের।
Harashit Singha