TRENDING:

ঘুমিয়ে ছিলেন লরিতে, ঘুমের মধ্যে ওষুধ স্প্রে করে টাকা লুঠ করল দুষ্কৃতীরা

Last Updated:

আপেল বোঝায় লরি নিয়ে মালদহ নিয়ন্ত্রিত বাজারে অপেক্ষা করছিলেন ভিনরাজ্যের চালক। রবিবার গভীর রাতে গাড়ির চালকের সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: আপেল বোঝায় লড়ি নিয়ে মালদহ নিয়ন্ত্রিত বাজারে অপেক্ষা করছিলেন ভিনরাজ্যের চালক। রবিবার গভীর রাতে গাড়ির চালকের সঙ্গে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। লড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় চালক ও সহ চালকের মুখে ঘুমের ওষুধ স্প্রে করে ছিনতাই করে পালাল দুষ্কৃতী। তাদের কাছে থাকা প্রায় ১৮ হাজার টাকা ও একটি নামিদামি কোম্পানির মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
advertisement

আরও পড়ুন Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!

সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার চত্বরে । ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিনরাজ্যের ওই গাড়ি চালক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর থেকে আপেল বোঝাই লরি মালদহে নিয়ে আসেন চালক সুকবির সিং এবং সহ চালক মনোজিৎ সিং। তাদের বাড়ি পাঞ্জাবের অমৃতসর এলাকায়। তিনদিন আগে তাঁরা মালদহে পৌঁছান। দু’দিন গাড়ি পার্কিংয়ে রাখা ছিল।

advertisement

আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে

সোমবার ভোরে তাদের গাড়ি মালদহ নিয়ন্ত্রিত বাজারে খালি হওয়ার কথা ছিল। তাই রবিবার রাতে মালদহ নিয়ন্ত্রিত বাজার চত্বরে লড়ি নিয়ে আসে।সোমবার সকালে আপেল নামানোর সময় ব্যবসায়ীদের নজরে পড়ে অচেতন অবস্থায় রয়েছেন গাড়ির চালক ও সহচালক। চালকের প্যান্টের পকেট কাটা লক্ষ্য করেন ব্যবসায়ীরা। লরির কেবিনের বিভিন্ন লকার ভেঙে নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা এবং সম্পাদক নব সাহা। তাদের অভিযোগ এর আগেও বহুবার চুরির ঘটনা ঘটেছে বাজারে। কখনও মোবাইল, কখনও টোটো এমন কী আস্ত একটি ট্রাক চুরির ঘটনাও ঘটেছে নিয়ন্ত্রিত বাজারে। প্রশাসনকে বারবার বলেও কোন সুরাহা হয়নি। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাড়াতাড়ি কড়া ব্যবস্থা না নিলে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

হরষিত সিংহ ( Harashit Singha)

বাংলা খবর/ খবর/মালদহ/
ঘুমিয়ে ছিলেন লরিতে, ঘুমের মধ্যে ওষুধ স্প্রে করে টাকা লুঠ করল দুষ্কৃতীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল