TRENDING:

Migrant Labour Databank: পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে নয়া নিয়ম সরকারের, জেনে নিন কী করতে হবে

Last Updated:

Migrant Labour Databank: আবার অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ করতে সমস্যা তৈরি হয়। তাই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এবার মালদহের পরিযায়ী শ্রমিকদের তথ্য রাখবে জেলা প্রশাসন। জেলা থেকে কত শ্রমিক ভিনরাজ্যে কাজে যাচ্ছে? কোথায় যাচ্ছে এই সমস্ত তথ্য যেমন রাখবে পাশাপাশি শ্রমিকদের নাম ঠিকানা সহ ফোন নম্বর থাকবে প্রশাসনের কাছে। মালদহ সফরে এসে জেলার পরিয়াযী শ্রমিকদের তথ্য নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মালদহের বহু শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়ে যায়। আবার অনেক শ্রমিক দুর্ঘটনায় মারা যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ করতে সমস্যা তৈরি হয়। তাই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।
advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশে মত ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি কমিটি তৈরি করে কীভাবে নথি সংগ্রহ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আগামী পরিকল্পনার কথা জানান মালদহের সদর মহাকুমা শাসক লাদেন লেপচা। জেলা শাসকের নির্দেশে সোমবার মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান সদর মহাকুমা শাসক।

advertisement

আরও পড়ুন: হাতের রং এবার লাল, গেরুয়া হঠাতে জোটের জোর কত? ক্ষোভ নিভিয়ে জয় খুঁজছে 'বামগ্রেস'

সোমবার কালিয়াচক-১ ব্লকের করারি চাঁদপুর এলাকায় গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী ফুলন রবিদাসের হাতে প্রয়োজনীয় সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে সহায়তার ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ২০২২ সালের নভেম্বর মাসের সাত তারিখে কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে মহারাষ্ট্রের পুণেতে কাজ করতে যান কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুরের বাসিন্দা ফেকন রবিদাস (৩৫)। কিন্তু ওই মাসের ৯ তারিখ থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সহযাত্রী শ্রমিকদের কাছ থেকে ফেকনের স্ত্রী জানতে পারেন, তাঁকে শেষবার দেখা গিয়েছিল নাগপুর স্টেশনে। তারপর থেকে আর খোঁজ মেলেনি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানায় ১১ নভেম্বর মিসিং ডাইরি করেন। কিন্তু পুলিশ‌ও হদিস পায়নি নিখোঁজ শ্রমিকের।

advertisement

আরও পড়ুন: মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি

স্বামীর সন্ধান না পেয়ে চার নাবালক সন্তান নিয়ে গভীর সমস্যায় পড়েন ফেকনের স্ত্রী ফুলন। গঙ্গা ভাঙন পীড়িত ওই গৃহবধূ পঞ্চানন্দপুর ছেড়ে উঠে আসেন তাঁর মায়ের বাড়ি করারি চাঁদপুরে। আপাতত সেখানেই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।বিষয়টি জানতে পেরে সোমবার মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার নির্দেশে ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন মালদহের সদর মহকুমাশাসক লাদেন লেপচা। তাঁর হাতে শাড়ি, কম্বল, শিশুদের জামাকাপড়, খাবার তুলে দেন তিনি। এছাড়াও সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন।মালদহে প্রায় শ্রমিক নিখোঁজ থেকে ভিনরাজ্যে কর্মরত অবস্থায় দূর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। তাই শ্রমিকদের সুরক্ষা দিতে শ্রম দফতর ও পুলিসের সঙ্গে যৌথভাবে লেবার সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংকলনের প্রক্রিয়া ও সুরক্ষা নিশ্চিত করার কাজ দ্রুত শুরু করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

-----হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Migrant Labour Databank: পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে নয়া নিয়ম সরকারের, জেনে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল