DA controversy in West Bengal: মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated:

বাজেটে সরকারের পক্ষ থেকে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সরকারী কর্মীরা৷

শহিদ মিনারে আন্দোলনে সরকারি কর্মীরা।
শহিদ মিনারে আন্দোলনে সরকারি কর্মীরা।
কলকাতা: রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানালো রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন৷ রাজ্যের এই ডিএ-কে ভিক্ষাবৃত্তি বলেও কটাক্ষ করেছেন সরকারি কর্মচারীরা৷ তাঁদের ক্ষোভ, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷
এ দিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আগামী ১ মার্চ থেকে অতিরিক্ত তিন শতাংশ ডিএ দেওয়া হবে৷ দীর্ঘদিন ধরেই ডিএ-এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা৷ শহিদ মিনারের নীচে অবস্থানও চালাচ্ছেন তাঁরা৷ চলছে অনশন, কর্মবিরতিও৷ ডিএ নিয়ে ঘোষণার জন্য আজ পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী ঐক্য মঞ্চ৷
advertisement
advertisement
এর পরেই এ দিন বাজেটে সরকারের পক্ষ থেকে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সরকারী কর্মীরা৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা পান৷ সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পেতেন তিন শতাংশ৷ ফলে ফারাক ছিল ৩৫ শতাংশের৷ এ দিনের তিন শতাংশ ডিএ ঘোষণার পর সেই ফারাক কমে দাঁড়ায় ৩২ শতাংশে৷
advertisement
যদিও রাজ্য সরকারি কর্মীদের দাবি, কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য আরও বাড়বে৷  সরকারি কর্মচারীদের আরও অভিযোগ, শূন্যপদ পূরণ নিয়েও বাজেটে কোনও ঘোষণা করা হয়নি৷
advertisement
ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা দাবি করেছেন, প্রাপ্য ডিএ না পেলে তাঁরা পঞ্চায়েত ভোটেও কাজ করবেন না৷ এ দিন রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণার পরেও লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মবিরতির হুমকি দিয়ে রেখেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA controversy in West Bengal: মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement