কলকাতা: রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি ঘোষণাতে বললেন, আগে ছিল তিন শতাংশ, সেখান থেকে আরও তিন শতাংশ যোগ করা হল৷ অর্থাৎ বর্তমানে ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে৷ সরকারি কর্মচারি ও পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়া হবে৷ আগামী এপ্রিল মাসের অর্থবর্ষ থেকে এই নতুন হারে ডিএ কার্যকর করা হবে৷
ডিএ নিয়ে এ রাজ্যে বিবাদের শেষ নেই৷ একাধিক ক্রমে বিরোধীরা বারংবার এই নিয়ে বিরোধিতা চরমে তুলেছে৷ রাজ্য সরকারকে এই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে৷ সেই প্রশ্নেরই জবাব রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হল বলে মনে করা হচ্ছে৷ এর আগে আদালতেও ডিএ দেওয়ার বিষয়ে নির্দেশ এসেছে৷
আরও পড়ুন: সাংসদ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন বলেই ছাঁটা হয়েছিল ডানা, আবারও বিস্ফোরক দাবি শুভেন্দুর
গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠেছিল এই মামলা৷ সেখানেই বলা হয়, ডিএ নিয়ে আদালতের তরফ থেকে স্পষ্ট সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও দু’মাস৷ আদালতের তরফ থেকে বলা হয়, ১৫ জানুয়ারি ফের আদালতে উঠবে এই মামলা৷ শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে যাওয়ায় এই নিয়ে অসন্তোষ ছিল সরকারি কর্মীদের মধ্যেও৷
সে দিন আদালতের সরকারি কর্মচারিদের পক্ষ আইনজীবী আবেদন করেন, যেন পরের যেদিন আদালতে উঠবে সেদিনই যেন এই বিষয়ের শুনানি সেরে ফেলা হয়৷ তার পরেই দুই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ১৫ মার্চ ঘোষণা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dearness Allowance