TRENDING:

Malda News: দীর্ঘদিনের দাবি পূরণ, মালদহে গড়ে উঠতে চলেছে মেগা কার্পেট ক্লাস্টার

Last Updated:

আর ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হবে না মালদহের কার্পেট শিল্পীদের। কারণ জেলাতেই গড়ে উঠতে চলেছে মেগা কার্পেট ক্লাস্টার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: জেলার কার্পেট শিল্পীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সরকারি উদ্যোগে মালদহে তৈরি হচ্ছে মেগা কার্পেট ক্লাস্টার। এই কার্পেট ক্লাস্টার তৈরি হলে জেলার অর্থনীতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কার্পেট ক্লাসটার তৈরি হয়ে গেলে জেলার কার্পেট শিল্পীদের ভিনরাজ্যে গিয়ে আর কাজ করতে হবে না। ফলে জেলার পরিযায়ী শ্রমিকের সমস্যা অনেকটাই মিটবে।
advertisement

মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের বহু মানুষ এই কার্পেট শিল্পের সঙ্গে জড়িত। এছাড়াও মানিকচক ব্লকের একাধিক এলাকাতেও কার্পেট শিল্পীরা আছেন। তাঁরা এতদিন মূলত নিজেদের উদ্যোগে কাজ করে আসছেন। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, জেলায় মেগা কার্পেট ক্লাস্টার তৈরি করা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে মালদহের সাতটারি গ্রামের কার্পেট কারখানাগুলি পরিদর্শন করেন জেলাশাসক সহ প্রশাসনের এক প্রতিনিধি দল। তারপরই কার্পেট ক্লাস্টার গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী কিছুদিনের মধ্যেই এলাকায় কার্পেট ক্লাস্টার তৈরির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন জেলাশাসক।

advertisement

আরও পড়ুন: বাড়ির উঠোনে সঙ্গীদের সঙ্গে খেলছিল দেড় বছরের শিশু, হঠাৎ মাথায় এসে পড়ল নারকোল!

এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার কার্পেট শিল্পীদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি এবং মানিকচক ব্লকের এনায়েতপুর, নূরপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রায় পাঁচ হাজারেরও বেশি শিল্পী এই কার্পেট তৈরির কাজের সঙ্গে যুক্ত। ৫০ বছরের বেশি সময় ধরে তাঁরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। প্রথমদিকে উত্তরপ্রদেশে গিয়ে কাজ করতেন। ধীরে ধীরে শিল্পীরা নিজেদের বাড়িতে ছোট ছোট কারখানা তৈরি করে কাজ করছেন। এদিকে কার্পেটের মূল বাজার শীতপ্রধান ইউরোপীয় দেশগুলি। তাই শিল্পীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানান সরকারের পরিচালনায় একটি মেগা কার্পেট ক্লাসটার তৈরির জন্য।

advertisement

View More

কারণ আধুনিক কার্পেট তৈরির কাজ করার জন্য উন্নতমানের পরিকাঠামো প্রয়োজন। কিন্তু তাতেও কাজ না হয় কার্পেট শিল্পীদের একাংশ বাধ্য হয়ে ফের ভিন রাজ্যে কাজে চলে যান। কিন্তু জেলায় কার্পেট ক্লাসটার এবং কোম্পানি তৈরি হলে তাঁরা বাড়ি থেকেই এই কাজ করতে পারবেন। জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কার্পেট ক্লাস্টার তৈরির জায়গা পরিদর্শন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে। প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস পেয়ে খুশি কার্পেট শিল্পীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিল সোনার মূর্তি, ১২৬ বছর ধরে ঘটের জল অক্ষয়! রাজা মেহতাব চাঁদের প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: দীর্ঘদিনের দাবি পূরণ, মালদহে গড়ে উঠতে চলেছে মেগা কার্পেট ক্লাস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল