TRENDING:

Malda News: নির্বাচনী বিধি লাঘু, মালদহে বাতিল আম ও মিষ্টি মেলা, হতাশ জেলার ব্যবসায়ীরা

Last Updated:

নির্বাচনী বিধি নিষেধের গেরোয় পড়ে এবার বাতিল হল মালদহের আম নিয়ে বিশেষ মেলা প্রদর্শনী। স্বাভাবিক ভাবেই হতাশ জেলার ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: নির্বাচনী বিধি নিষেধের মধ্যে এবার মালদহের আম। নির্বাচনী বিধি লাঘু হয়ে যাওয়ার মালদহের আম নিয়ে বিশেষ মেলা প্রদর্শনী বাতিল করা হল। মালদহের বিভিন্ন প্রজাতির আম, আম গাছের চারা থেকে আমজাত বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এক অভিনব মেলার আয়োজন করতে চলেছিল জেলা প্রশাসন। জোর কদমে চলছিল প্রস্তুতি।  আগামী ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত মালদহের ইংরেজবাজার শহরের বৃন্দাবনি ময়দানে এই মেলা অনুষ্ঠিত হত। বৃন্দাবনি ময়দানে শুরু হয়েছিল প্রস্তুতি। তারমাঝে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার।
advertisement

নির্বাচনবিধি লাঘু হয়ে যাওয়ায় তাই আপাতত আম ও আম মিষ্টি মেলাতে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ফলে বাতিল হল এই মেলা।মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এই মেলা বন্ধ হওয়াতে হতাশ জেলা আমচাষী সহ ব্যবসায়ীরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় এই মেলা বাতিল করা হয়েছে। এই মেলায় আম আমের চারা আমজাত বিভিন্ন খাবার বিক্রি প্রদর্শন হয়ে থাকে। এই বছর হচ্ছে না ভোটের জন্য। এই মেলাতে বিভিন্ন প্রজাতির আম ছাড়াও মিষ্টি সহ আমজাত খাবারের পসরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন ঃ ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে কি ঘুমিয়ে পড়ছেন? সাবধান! আপনার সঙ্গেও হতে পারে এই মারাত্মক ঘটনা

শুধু আম নয় আমজাত দ্রব্য বিশেষ করে আমস্বত্ত,আমের আচার, আমের জুস সহ একাধিক দ্রব্যাদি। এই বছর বাড়তি পাওনা ছিল আম মিষ্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ সফরে এসে এই আম মিষ্টির রেসিপি দিয়েছিলেন। এই আম মিষ্টি তৈরী উদ্যোগ নিতে আবেদন করেছিলেন। সেই আম মিষ্টি এই বছরের মেলার মূল আকর্ষণ ছিল। নির্বাচন কমিশনের কোপে আমজনতা আমের এই স্বাদ থেকে বঞ্চিত হলেন।

advertisement

View More

নির্বাচন পর্ব মিটে গেলে মালদহে আমও প্রায় ফুরিয়ে আসবে। তাই সেই সময় মেলা করা সম্ভব হবে না বলে মনে করছেন উদ্যান পালন দফতরের কর্তারা। তাই এই বছর আম মেলা না হবার সম্ভাবনাই প্রবল। আগামী বছর এই উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন এমনটাই জানিয়েছেন দফতরের কর্তারা।মালদহ জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, নির্বাচন বিধির জন্য আপাতত এই মেলা বাতিল করা হয়েছে। নির্দিষ্ট এই সময় আম মেলা হয়ে থাকে। এই বছর আপাতত হচ্ছে না। আগামীতে আমরা এই মেলা করার পরিকল্পনা গ্রহণ করব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নির্বাচনী বিধি লাঘু, মালদহে বাতিল আম ও মিষ্টি মেলা, হতাশ জেলার ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল