Viral Video: ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে কি ঘুমিয়ে পড়ছেন? সাবধান! আপনার সঙ্গেও হতে পারে এই মারাত্মক ঘটনা
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
রেল স্টেশনের প্ল্যাটফর্মে মোবাইল নিয়ে সাবধান। ট্রেনের জন্য অনেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করেন।
মালদহ: রেল স্টেশনের প্ল্যাটফর্মে মোবাইল নিয়ে সাবধান। ট্রেনের জন্য অনেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। অনেকেই পকেটে মোবাইল নিয়ে ঘুমিয়ে পড়েন। মালদহ টাউন স্টেশনের প্ল্যাটফর্মে একটি ভাইরাল ভিডিও অবাক করেছে সকলকে। মোবাইল নিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া এক রেল যাত্রীর সঙ্গে ঘটেছে এই চরম ঘটনা।
এমন ভিডিও ভাইরাল হতেই অনেকেই সতর্ক হতে শুরু করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একটি জায়গায় ঘুমিয়ে রয়েছেন একজন। একজন যুবক সেখানে গিয়ে কিছুক্ষন দাঁড়িয়ে থাকে। তারপর সেখান থেকে চলে যান।
advertisement
তারপরেই ওই রেল যাত্রী ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই। ঘটনায় সঙ্গে সঙ্গে ওই রেল যাত্রী স্টেশনে কর্তব্যরত রেল পুলিশকে জানান। অভিযোগ পেয়ে রেল পুলিশের কর্মীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। সেখানেই সমস্ত কিছু ধরা পড়ে।
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় দলেরই বিরুদ্ধে তোপ! পঞ্চায়েত ভোটের আগে দল ছাড়লেন এই তৃণমূল নেতা, বিরাট গণ্ডগোল
সেই সিসিটিভি ফুটেজ দেখেই রেল পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল। জানা গিয়েছে, ওই মোবাইল ফোনের দাম ২২ হাজার টাকা। রেল পুলিশ এত দ্রুত মোবাইল উদ্ধার করে দেওয়ায় খুশি ওই রেল যাত্রী। রেল পুলিশ কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 7:23 PM IST