তাইকোন্ডোর রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৮ বিভাগে স্বর্ণপদক জেতে প্রবীর রঞ্জন সরকার। শত প্রতিকূলতার মধ্যে লড়াই করে প্রবীর এই সাফল্য এনে দেওয়ায় খুশি মালদহের মানুষ। পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুরে বাড়ি তাইকোন্ডো চ্যাম্পিয়ন প্রবীরের। জানা গেল, রাজ্যস্তরের প্রতিযোগিতার মাত্র গত কয়েক মাস আগে প্রশিক্ষণ শুরু করে এই কৃতি তরুণ। তারপরই জলপাইগুড়ির ধুপগুড়িতে রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: ভুট্টায় বিপুল লাভ, সুন্দরবনে বিকল্প পথে হাঁটছেন চাষিরা
এপ্রিলের ২ তারিখ এই প্রতিযোগিতা ছিল। সেখানে মোট ৭০০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিলেন। প্রবীর তার বয়স অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বিভাগে অংশ নেয়। সেখানে সে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ জেতে। সোনার ছেলে প্রবীর তার এই সাফল্য প্রসঙ্গে বলে, আমি সোনা জয় করেছি। আমি চাই অন্যরাও এইভাবে এগিয়ে আসুক। খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে ভাল।
হরষিত সিংহ