South 24 Parganas News: ভুট্টায় বিপুল লাভ, সুন্দরবনে বিকল্প পথে হাঁটছেন চাষিরা
- Published by:kaustav bhowmick
Last Updated:
চাষের ভুট্টা বিক্রি করা ছাড়াও গাছের অন্যান্য অংশও কাজে লাগানো যাচ্ছে। সেগুলো পশুখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এরফলে ভুট্টা চাষ করে তার সব অংশ থেকে লাভ পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা।
দক্ষিণ ২৪ পরগনা: কৃষকরা যাতে একটু বেশি আয় করতে পারেন তার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতেও শুরু হয়েছে ভুট্টা চাষ। জোনাল আ্যডাপটিভ রিসার্চ সেন্টারের (ZARC) সহযোগিতায় সেই কাজ আরও সহজ হয়ে উঠেছে। এই ভুট্টা চাষে প্রত্যক্ষভাবে সাহায্য করছেন আত্মা প্রকল্পের আধিকারিকরা।
মথুরাপুর-২ ব্লকের খাড়িতে কয়েক বিঘা জায়গার উপর গড়ে উঠেছে ভুট্টা বাগান। সেখানে ডিএমআরএইচ ১৩০৮ ও এলকিউএমএইচ ১ প্রজাতির ভুট্টার চাষ হচ্ছে। এগুলি সার্টিফায়েড ভুট্টা প্রজাতি। সম্প্রতি এমনই এক ভুট্টা চাষের জমি ঘুরে দেখেন কৃষি দফতরের কর্মকর্তারা। মথুরাপুর-২ ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিষেক নস্করের নির্দেশে আ্যসিস্ট্যান্ট এইও রাজু রায় ও বিটিএম সোমা মাইতি সহ আরও অনেকে ভুট্টার ক্ষেত পরিদর্শন করেন।
advertisement
advertisement
এই সরকারি আধিকারিকরা ভুট্টার ক্ষেত পরিদর্শন করার পর ভুট্টার ফলন দেখে খুশি হন। এই প্রসঙ্গে পেশায় চাষি পুলক হালদার বলেন, ভাল পরিমাণে ভুট্টা চাষের পিছনে আত্মা প্রকল্পের আধিকারিকদের যথেষ্ট অবদান আছে। উৎপাদিত ভুট্টা বিক্রি করে লক্ষাধিক টাকা লাভ হবে বলে পুলকবাবুর আশা। তিনি জানান, চাষের ভুট্টা বিক্রি করা ছাড়াও গাছের অন্যান্য অংশও কাজে লাগানো যাচ্ছে। সেগুলো পশুখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এরফলে ভুট্টা চাষ করে তার সব অংশ থেকে লাভ পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভুট্টায় বিপুল লাভ, সুন্দরবনে বিকল্প পথে হাঁটছেন চাষিরা