Birbhum News: বীরভূমে গাড়ির ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

Last Updated:

গাড়িটি থেকে ১৭ পেটি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। প্রত্যেকটি পেটিতে ২০০ টি করে জিলেটিন স্টিক ছিল। এই বিপুল পরিমাণ বিস্ফোরক দেখে গ্রামবাসীদের পাশাপাশি পুলিশকর্মীরাও হতভম্ব হয়ে যান।

+
title=

বীরভূম: ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল বীরভূমে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, একটি প্রাইভেট কারের মধ্যে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। ১৭ পেটি জিলেটিন স্টিক ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এল তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
বীরভূমের মুরারই থানার গুসকরা বাইপাস সংলগ্ন একটি ইটভাটার কাছে প্রাইভেট কারটি রাখা ছিল। গ্রামবাসীরা ওই অচেনা গাড়িটিকে দীর্ঘক্ষণ ইটভাটার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুরার‌ই থানায় খবর দেন। পুলিশ এসে দেখে ওই গাড়িটি বিস্ফোরকে ঠাসা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থেকে ১৭ পেটি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। প্রত্যেকটি পেটিতে ২০০ টি করে জিলেটিন স্টিক ছিল। এই বিপুল পরিমাণ বিস্ফোরক দেখে গ্রামবাসীদের পাশাপাশি পুলিশকর্মীরাও হতভম্ব হয়ে যান। মুরারই থানার পুলিশ বোম্ব স্কোয়াডকে খবর দেয় বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার জন্য।
advertisement
advertisement
প্রসঙ্গত জিলেটিন স্টিক ভয়ঙ্কর বিস্ফোরক। বীরভূমে যে পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে তা দিয়ে ছোটখাটো একটি শহর উড়িয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই ধরনের জিলেটিন স্টিক সাধারণত খনি এলাকায় বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয়। সেই বিস্ফোরক কী করে ইটভাটার সামনে এল, তাও আবার দাবিদারবিহীন একটি গাড়ির মধ্যে কেন রাখা ছিল তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বীরভূমে গাড়ির ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement