TRENDING:

Malda News: শুরু হচ্ছে সংস্কার! নতুন সাজে সাজছে মালদহ টাউন হল

Last Updated:

সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল মালদহ টাউন হল। জেলায় আর তেমন প্রেক্ষাগৃহ না থাকায় বেহাল টাউন হলে নিয়মিত অনুষ্ঠিত হত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এই প্রেক্ষাগৃহ ভাড়া দেওয়া হয় বিভিন্ন সভা, অনুষ্ঠানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল মালদহ টাউন হল। জেলায় আর তেমন প্রেক্ষাগৃহ না থাকায় বেহাল টাউন হলে নিয়মিত অনুষ্ঠিত হত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এই প্রেক্ষাগৃহ ভাড়া দেওয়া হয় বিভিন্ন সভা, অনুষ্ঠানে। নিয়মিত ভাড়া মিললেও কোন সংস্কার হয়নি এতদিন। প্রেক্ষাগৃহের বসার চেয়ার পর্যন্ত ভেঙে পড়তে শুরু করেছিল। বিভিন্ন মহল থেকে টাউন হল সংস্কার করার দাবি ওঠে। বর্তমানে এই টাউন হলের দেখভালের দায়িত্বে রয়েছে ইংরেজবাজার পুরসভা।
advertisement

তবে অবশেষে মালদহ টাউন হল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোর কদমে চলছে কাজ। আগামী জানুয়ারি মাসেই নতুন করে চালু করা হবে এই প্রেক্ষাগৃহ। আপাতত বন্ধ রয়েছে। টাউন হল সংস্কার হওয়ায় খুশি জেলা শিল্পী মহল। বর্তমানে মালদহ টাউন হল নামে পরিচিত হলেও এই প্রেক্ষাগৃহের নাম বিপিন বিহারী ঘোষ টাউন হল। ইংরেজ আমলে তৈরি হয়েছিল এই হল। এই প্রেক্ষাগৃহের সঙ্গে বহু ইতিহাস।

advertisement

আরও পড়ুনঃ পরিচয়হীন শিশুর পরিবারের খোঁজে থানায় অভিযোগ দায়ের মেডিকেল কর্তৃপক্ষের!

বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী রয়েছে এই প্রেক্ষাগৃহ।মালদহ শহরের বৃন্দাবনে ময়দান এলাকায় রয়েছে এই প্রেক্ষাগৃহ।বেশ কিছুদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেই হলটি। জেলার শিল্পীরা টাউন হল সংস্কারের দাবী জানিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে। তাদের আবেদনের সাড়া দিয়ে নবরূপে টাউন হল সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানিয়েছেন, প্রায় ৯০ বছর আগে তৈরি হয়েছিল এই টাউন হল।

advertisement

আরও পড়ুনঃ এখনও দগদগে বোমাতঙ্ক! তারই মধ্যে আবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক

বর্তমানে নব রূপে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছে টাউন হল সংস্কারের দাবি জানিয়েছিলেন তারা। টাউন হল সংস্কার হওয়ায় খুশি তারা।আগামী কয়েক সপ্তাহের মধ্যে নবরূপে সুসজ্জিত টাউন হল উদ্বোধন হতে চলেছে। টাউন হলের দেওয়ালে জেলার নানান সংস্কৃতি ও ইতিহাসের ছবি তুলে ধরা হচ্ছে। আধুনিক করা হচ্ছে হলের ভেতরের মঞ্চ থেকে সাউন্ড সিস্টেম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: শুরু হচ্ছে সংস্কার! নতুন সাজে সাজছে মালদহ টাউন হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল