রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম জেলায় জেলায় পালিত হল পূজা কার্নিভাল। মালদহ জেলাতেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে তৈরি করা হয় কার্নিভাল অনুষ্ঠানের মূল মঞ্চ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের এই কার্নিভালে ইংরেজবাজার ও পুরাতন মালদহের মোট ১৯ টি পুজো কমিটি অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন : দেবীপক্ষেই কন্যা সন্তানকে ভাসিয়ে দিল স্রোতস্বিনী গঙ্গায়, তোলপাড় এলাকা
আরও পড়ুন : হাতের টান নয় সরাসরি ছাপ্পা! হারাচ্ছে আলপনার টান, বাজারে চাহিদা তুঙ্গে স্টিকার আলপনার
তালিকায় ২৯ টি পুজো কমিটির নাম থাকলেও বেশ কয়েকটি পুজো উদ্যোক্তা অংশগ্রহণ করেনি কার্নিভালে। কার্নিভালের অনুষ্ঠানকে ঘিরে জেলাবাসীর মধ্যেও উৎসাহ উদ্দীপনা ব্যাপক ছিল। মালদহ শহরের রবীন্দ্র স্ট্যাচু থেকে শুরু হয় কার্নিভালের শোভাযাত্রা। রাস্তার দু ধারে প্রচুর সাধারণ মানুষ ভিড় করেন কার্নিভালের শোভাযাত্রা দেখার জন্য।