এতে জেলার বাইরের অনেক ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করে অর্ডার দিচ্ছেন। বিকল্প কর্মসংস্থান হিসাবে নাড়ু তৈরি করে আপাতত সফল পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক এই মহিলা। মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালী আরাপুরের বাসিন্দা রাখি মন্ডল। তিনি পেশায় অঙ্গনওয়াড়ী সহায়ক। সামান্য বেতন পান। তা দিয়ে সংসার চলা দায়। গত দুই বছর আগে তার স্বামী বিকল্প কর্মসংস্থান হিসাবে নাড়ু শুরু করেছিলেন। কয়েক মাসের মধ্যেই চাহিদা বাড়তে থাকায় রাখি মন্ডল এই পেশার সাথে যুক্ত হয়ে পড়েন। নিজের কাজের ফাঁকে যেটুকু সময় পান স্বামীর সাথে বসে পড়েন নাড়ু তৈরি করতে। এখন মূলত তিনি নাড়ু তৈরি করেন। স্বামী বিভিন্ন জায়গায় সেই নাড়ুগুলো পৌঁছে দেন।
advertisement
আরও পড়ুন: রাতে প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন! তারপরই গলায় দড়ি দিলো যুবতী! ভয়াবহ ঘটনা
সামনেই লক্ষ্মীপুজো এই সময় সবচেয়ে বাজারে বেশি চাহিদা নারকেল ও মুড়ির নাড়ুর। বর্তমানে অতিরিক্ত কারিগর নিযুক্ত করে চলছে কাজ। এখন ভাল বিক্রিও হচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি হওয়ায় মানুষের মধ্যে চাহিদাও রয়েছে এই নাড়ুর। শহরাঞ্চলের অনেকেই নিজেরা নাড়ু তৈরি না করে বাজার থেকে কিনে দিচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মালদহ শহর সংলগ্ন রাখি মন্ডল ও তার স্বামী নাড়ু তৈরি শুরু করেছিলেন। বিকল্প কর্মসংস্থা হিসাবে এখন সফল তাদের এই ব্যবসা।
হরষিত সিংহ