TRENDING:

Malda News: বিশেষ নিরাপত্তা মালদহ দুর্গাপুজো কার্নিভালে ! মাল নদীর ভয়াবহতা মাথায় রেখে নয়া নিয়ম জারি!

Last Updated:

Malda News: দুর্গাপুজো কার্নিভালের জন্য সেজে উঠছে মালদহ! তবে থাকছে কড়া নিয়ম। ঘাটে নামাতেও নানা নিয়ম মানতে হবে পুজো কর্তাদের! জানুন বিস্তারিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  মালদহ জেলায় প্রশাসনের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। কার্নিভালের জন্য মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের মোট ২৯ টি পুজো কমিটি এই কার্নিভালে প্রথম বছর অংশগ্রহণ করবে। মালদা শহরের রবীন্দ্র স্ট্যাচু থেকে শুরু হবে শোভাযাত্রা। বর্ণাঢ্য অনুষ্ঠানের সাথে পুজো কমিটি গুলি তাদের প্রতিমা শোভাযাত্রা সহকারে নিয়ে আসবেন পোস্ট অফিস মোড় পর্যন্ত। সেখানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের একাধিক কর্তাধিকার। পোস্ট অফিস মোড়ে কার্নিভাল শেষে প্রতিমা গুলি সোজা নিয়ে যাওয়া হবে মিশন ঘাটে বিসর্জনের জন্য। শুক্রবার অনুষ্ঠিত হবে কার্নিভাল। বিকেল পাঁচটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান তার আগে জোর কদমে চলছে প্রশাসনিক স্তরের প্রস্তুতি।
advertisement

অপরদিকে মাল নদীতে বিসর্জনের দুর্ঘটনার পর তৎপর মালদহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার নতুন করে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। চারজনের বেশি পুজো কমিটি কর্তাদের নামতে দেওয়া যাবে না নদী ঘাটে। এদিন দুপুরবেলা বিসর্জন ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরে জমিনের পরিদর্শনে যান মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া ও সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো।

advertisement

আরও পড়ুন:  দুর্গা পুজো কার্নিভালের শেষ পর্যায়ের প্রস্তুতি উলুবেরিয়ায়, কড়া নিরাপত্তা

বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ মালদহ শহরের রামকৃষ্ণ মিশন ঘাট পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা।বুধবার শুরু হয় বিসর্জনের পালা। প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানোর জন্য যেমন পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি রয়েছে বিপর্যয় মোকাবেলা দফতরের কর্মীরা।নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিসর্জনের ঘাট পরিদর্শন করেন।জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, প্রশাসনের উদ্যোগে মালদা শহরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে শহরের দুর্গা প্রতিমা গুলি বিসর্জন করা হবে সেখানে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বিশেষ নিরাপত্তা মালদহ দুর্গাপুজো কার্নিভালে ! মাল নদীর ভয়াবহতা মাথায় রেখে নয়া নিয়ম জারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল