Howrah News: দুর্গা পুজো কার্নিভালের শেষ পর্যায়ের প্রস্তুতি উলুবেরিয়ায়, কড়া নিরাপত্তা

Last Updated:

Howrah News: দুর্গা পুজো কার্নিভালের জন্য তৈরি উলুবেড়িয়া। থাকছে কড়া পুলিশি নিরাপত্তা। জানুন

+
কার্নিভালের

কার্নিভালের প্রস্তুতি

#হাওড়া: ইউনেস্কো বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে। এই মহা স্বীকৃতির পর এবারই ছিল প্রথম দুর্গাপুজো। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে বিশ্বজনীন করে তোলার এই মুর্হুতকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে বাংলা জুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পুজোর আগেই বিভিন্ন জায়গায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বিসর্জনের কার্নিভাল করার কথা ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক শুক্রবার উলুবেড়িয়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে কার্নিভাল শুরু হবে। শহরের রাজপথ অতিক্রম করে বর্ণাঢ্য এই কার্নিভাল পৌঁছাবে উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ি প্রাঙ্গণে। উলুবেড়িয়ার মোট ১৮ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিতে চলেছে।
প্রত্যেকটি পুজো কমিটিকে ২৫০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুজো কমিটিগুলি বিভিন্নভাবে তাদের শৈল্পিক ও নান্দনিক ভাবনায় বাংলার উৎসবকে, বাংলার দুর্গাপুজোকে, বাংলার গৌরবময় সংস্কৃতিকে সকলের সামনে উপস্থাপন করবে। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিকে আমরা নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি। তিনি আরও জানান, কার্নিভালে অংশ নেওয়া বিভিন্ন পুজো কমিটিগুলির মধ্যে থেকেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কৃত করা হবে।
advertisement
advertisement
রাত পোহালেই উলুবেড়িয়া শহরে কার্নিভাল। তার আগে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত উলুবেড়িয়া। রাস্তার উপর থাকা বিভিন্ন অস্থায়ী তোরণ যেমন খোলার কাজ শুরু হয়েছে, তেমনই উলুবেড়িয়ার রাজপথকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে। কার্নিভাল উপলক্ষ্যে উলুবেড়িয়া শহরের নিরাপত্তাকে ঢেলে সাজানো হচ্ছে। বৃহস্পতিবার উলুবেড়িয়ার এই কার্নিভাল রুট পরিদর্শন করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। কালীবাড়ির ঘাটে যেমন থাকছে ডুবুরির ব্যবস্থা তেমনই একাধিক স্বাস্থ্যক্যাম্প ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে এই কার্নিভালকে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: দুর্গা পুজো কার্নিভালের শেষ পর্যায়ের প্রস্তুতি উলুবেরিয়ায়, কড়া নিরাপত্তা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement