লাভের জন্যহাতের টাকা না থাকলে শুকনো শিউলি ফুল হলুদ কাপড়ে বেঁধে ঘরে রাখতে হবে অর্থ লাভ হবে।
বিবাহের জন্যযদি আপনার বিয়ে না হয় মঙ্গলবার একটি কমলা কাপড়ে সাতটি ফুল ও একটি হলুদের গিঁট বেঁধে মন্দিরে মায়ের ছবির সামনে রাখুন তাড়াতাড়ি বিয়ে হবে।
আরও পড়ুন- ইমরান খানের ওপর হামলা, প্রাক্তন স্ত্রী জেমাইমার আবেগ ভরা বার্তা এল
advertisement
ঋণ দেনা থেকে মুক্তিঋণ থেকে মুক্তি পেতে বাড়িতে টাকার সিন্দুকে এই গাছের শেখর বা মূল রাখতে পারেন। আপনার পার্সেও রাখতে পারেন উপকৃত হবেন।
চাকরি হয়নি, চাকরি পাচ্ছেন না , মঙ্গলবার ফুলের গুচ্ছ লাল কাপড়ে মুড়িয়ে দেবী লক্ষ্মীর সামনে রাখুন উপকৃত হবেন।
আরও পড়ুন - যা জানতে চান তাই খোঁজেন Google-এ, কিন্তু ভুলেও ‘এই’ সব জিনিস গুগল সার্চে দেবেন না, ঘনিয়ে আসবে বড় বিপদ
রোগ নিরাময়ে বাড়িতে শিউলি গাছ থাকলে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে। পরিবারের সকলেই সুস্থ স্বাভাবিক থাকেন। সুখ ও সমৃদ্ধ পেতে বাড়িতে গাছ লাগালে সুখ সমৃদ্ধ আসে। ঘরে থাকে শান্তি।
ইচ্ছে পূরণ- আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে বাড়িতে এই গাছ লাগান দেবলক্ষ্মীর পূজোয় এই ফুল ব্যবহার করুন। তবে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে৷
Harshit Sinha