ইমরান খানের ওপর হামলা, প্রাক্তন স্ত্রী জেমাইমার আবেগ ভরা বার্তা এল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইমরান খান লাহোরের শওকত খানুম হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন৷
#নয়াদিল্লি: ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং প্রডিউসার জেমাইমা গোল্ডস্মিথ বৃহস্পতিবার স্বস্তি পান যখন তিনি জানতে পারেন ইমরান খান মারাত্মক আক্রমণের পরেও সুস্থ রয়েছেন৷ প্রাক্তন পাক অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় প্রচুর মানুষ তাঁকে দ্রুত সুস্থতার বার্তা দিয়েছেন৷ তিনি যেমন প্রাক্তন স্বামীর স্বাস্থ্যের বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পর ট্যুইট করেছেন তেমনিই তাঁর সন্তানদের পক্ষ থেকেও একটি বার্তা দিয়েছেন৷ জানিয়েছেন যে ব্যক্তি আক্রমণকারীকে ধরে ফেলে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাঁরা৷
তিনি ট্যুইট করে জানিয়েছেন, "The news we dread… Thank God he’s okay. And thank you from his sons to the heroic man in the crowd who tackled the gunman," অর্থাৎ আমরা খবরটিতে ভয় পেয়ে গিয়েছিলাম, ভগবানের আশীর্বাদ উনি ঠিক আছেন৷ আমার সন্তানদের পক্ষ থেকে সেই ব্যক্তিকে ধন্যবাদ যে গুলি চালককে ধরেছে৷
advertisement
The news we dread… Thank God he’s okay. And thank you from his sons to the heroic man in the crowd who tackled the gunman. https://t.co/DGoxlJGwxb
— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022
advertisement
Another hero, who tried to stop the gunman, who very sadly didn't survive. Condolences to his family. https://t.co/HN1VHgDwUn
— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022
advertisement
ইমরান খানকে বৃহস্পতিবার উজিরাবাদের একটি রিয়েল ফ্রিডম নামের মিছিলে গুলিবিদ্ধ হন৷ শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে এই মিছিল ছিল৷ লাহোর থেকে ইসলামাবাদের লম্বা এই রাজনৈতিক কার্যক্রম চলছে পাকিস্তানে৷ নভেম্বরের ৪ তারিখ এই মিছিল ইসলামাবাদে পৌঁছনোর কথা ছিল৷
advertisement
ইমরান খান লাহোরের শওকত খানুম হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 3:11 PM IST