যা জানতে চান তাই খোঁজেন Google-এ, কিন্তু ভুলেও ‘এই’ সব জিনিস গুগল সার্চে দেবেন না, ঘনিয়ে আসবে বড় বিপদ

Last Updated:
এমনকি জেলে যাওয়ার মতো কঠিন শাস্তিও পেতে হতে পারে৷ তাই কিছু জিনিস আছে যা কখনই গুগলে সার্চ করবেন না৷
1/6
#কলকাতা: এখন এমন দিনকাল যে মানুষজন কোনও কিছু সম্পর্কে জানতে গেলেই বই বা জার্নাল এই সবে তথ্য খোঁজা ছেড়ে দিয়েছেন৷ কোনও কিছু নিয়েই জানার আগ্রহ থাকলে তাহলে সরাসরি নিজের ফোন বা ল্যাপটপের গুগলে যান আর যে বিষয়ে জানতে চান তা টাইপ করে সার্চ করেন আর সেই বিষয়ে জেনে নেন৷ কিন্তু এইরকম ভাবে নানা জিনিস জানতে চাওয়ার এই পদ্ধতি খুব একটা ঠিকঠাক নয়, অনেক সময়েই তার থেকে বড় বিপদ হতে পারে৷ এমনকি জেলে যাওয়ার মতো কঠিন শাস্তিও পেতে হতে পারে৷ তাই কিছু জিনিস আছে যা কখনই গুগলে সার্চ করবেন না৷
#কলকাতা: এখন এমন দিনকাল যে মানুষজন কোনও কিছু সম্পর্কে জানতে গেলেই বই বা জার্নাল এই সবে তথ্য খোঁজা ছেড়ে দিয়েছেন৷ কোনও কিছু নিয়েই জানার আগ্রহ থাকলে তাহলে সরাসরি নিজের ফোন বা ল্যাপটপের গুগলে যান আর যে বিষয়ে জানতে চান তা টাইপ করে সার্চ করেন আর সেই বিষয়ে জেনে নেন৷ কিন্তু এইরকম ভাবে নানা জিনিস জানতে চাওয়ার এই পদ্ধতি খুব একটা ঠিকঠাক নয়, অনেক সময়েই তার থেকে বড় বিপদ হতে পারে৷ এমনকি জেলে যাওয়ার মতো কঠিন শাস্তিও পেতে হতে পারে৷ তাই কিছু জিনিস আছে যা কখনই গুগলে সার্চ করবেন না৷
advertisement
2/6
কখনই কী করে বোমা বানাবেন তা গুগলে সার্চ করবেন না৷ কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরণের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপিঅ্যাড্রেস দেখে পুলিশ বা আধিকারিকদের জানিয়ে দিতে পারে৷ এর জেরে নানা ধরণের শাস্তি এমনকি জেলও হতে পারে৷
কখনই কী করে বোমা বানাবেন তা গুগলে সার্চ করবেন না৷ কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরণের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপিঅ্যাড্রেস দেখে পুলিশ বা আধিকারিকদের জানিয়ে দিতে পারে৷ এর জেরে নানা ধরণের শাস্তি এমনকি জেলও হতে পারে৷
advertisement
3/6
গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ ভারতে অ্যাডাল্ট বিনোদন দেখা নিষিদ্ধ৷ তাই এই সংক্রান্ত কিছু খুঁজলে বা ব্লু ফিল্ম খুঁজলে আপনি বিপদে পড়তে পারেন৷
গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ ভারতে অ্যাডাল্ট বিনোদন দেখা নিষিদ্ধ৷ তাই এই সংক্রান্ত কিছু খুঁজলে বা ব্লু ফিল্ম খুঁজলে আপনি বিপদে পড়তে পারেন৷
advertisement
4/6
কোনও অসুখ হলে কী ওষুধ খাবেন সেটাও গুগলে খোঁজা উচিত নয়৷ বিভিন্ন ধরণের ওষুধের বিভিন্ন ধরণের কম্পোজিশন থাকে৷ যার বিভিন্ন ধরণের সাইড এফেক্ট থাকে৷ কার শরীরে কী রোগ রয়েছে তা জেনে বুঝে চিকিৎসকরা ওষুধ দেন৷ না জেনে বুঝে ওষুধ খেলে ভাল তো নয় বরং বিপদ হতেই পারে৷
কোনও অসুখ হলে কী ওষুধ খাবেন সেটাও গুগলে খোঁজা উচিত নয়৷ বিভিন্ন ধরণের ওষুধের বিভিন্ন ধরণের কম্পোজিশন থাকে৷ যার বিভিন্ন ধরণের সাইড এফেক্ট থাকে৷ কার শরীরে কী রোগ রয়েছে তা জেনে বুঝে চিকিৎসকরা ওষুধ দেন৷ না জেনে বুঝে ওষুধ খেলে ভাল তো নয় বরং বিপদ হতেই পারে৷
advertisement
5/6
গুগল দিয়ে কখনও নিজের ইমেল আইডি খোঁজা উচিত নয়৷ হ্যাকাররা সবসময়েই অপেক্ষায় থাকে কে কখন ভুল করে৷ এভাবে নিজের মেল দিয়ে দিলে হ্যাকররা আপনার গুপ্ত তথ্য সেখান থেকে বার করে নিতে পারেন৷
গুগল দিয়ে কখনও নিজের ইমেল আইডি খোঁজা উচিত নয়৷ হ্যাকাররা সবসময়েই অপেক্ষায় থাকে কে কখন ভুল করে৷ এভাবে নিজের মেল দিয়ে দিলে হ্যাকররা আপনার গুপ্ত তথ্য সেখান থেকে বার করে নিতে পারেন৷
advertisement
6/6
এছাড়াও কোনও কাস্টমার কেয়ার নম্বর কখনও খুঁজবেন না৷ অনেকক্ষেত্রেই সেখানে হ্যাকাররা ভুলভাল নম্বর দিয়ে রাখেন৷ সেই নম্বর দিয়ে ফোন করেন যাঁরা তাঁরা ক্ষতিগ্রস্ত এমনকি অ্যাকাউন্ট থেকে সর্বস্বান্ত হতেও পারেন৷
এছাড়াও কোনও কাস্টমার কেয়ার নম্বর কখনও খুঁজবেন না৷ অনেকক্ষেত্রেই সেখানে হ্যাকাররা ভুলভাল নম্বর দিয়ে রাখেন৷ সেই নম্বর দিয়ে ফোন করেন যাঁরা তাঁরা ক্ষতিগ্রস্ত এমনকি অ্যাকাউন্ট থেকে সর্বস্বান্ত হতেও পারেন৷
advertisement
advertisement
advertisement