পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। মায়ের চিন্তায় ব্যাকুল দুই শিশুসন্তান। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই গৃহবধূর নাম চম্পা মিশর (২৩)। বাড়ি কাটিহার জেলার কদুয়া থানার পাকারিয়া টোলা এলাকায়। স্বামী বাইরে কাজে যাওয়ার প্রায় এক মাস আগে বাবার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ধুমসাডাঙ্গি গ্রামে এসেছিলেন ওই গৃহবধূ।
advertisement
আরও পড়ুন: বসন্তের শুরুতেই বরফে ঢাকল সিকিম, অসম্ভব ঠান্ডা! শীতল আবহাওয়া সমতলেও
গত ১৫ ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাবার বাড়িতেই রেখে গিয়েছিলেন দুই সন্তানকে। সেই দিন থেকেই নিখোঁজ ওই গৃহবধূ। বহু খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!
নিখোঁজ গৃহবধূর স্বামী ইন্দল ঋষি জানান, তাঁর দুই সন্তান মায়ের জন্য কেঁদে কেঁদে প্রায় অসুস্থ হয়ে পড়ছে। স্ত্রী নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁদের। পারিবারিক কোনও সমস্যা ছিল না। স্বামী বাড়ি ফিরে আসায় বাবার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন গৃহবধূ। সকালে বাবার বাড়ি থেকে বেরিয়ে রাত গড়িয়ে গেলেও শ্বশুরবাড়ি পৌঁছননি তিনি। তারপর থেকেই খোঁজ শুরু করে পরিবারের লোকেরা। গৃহবধূর মোবাইলে ফোন করলে স্যুইচ অফ বলছে। আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোনও হদিশ মিলছে না। দুই শিশুসন্তানকে রেখে কোথায় গেলেন গৃহবধূ তা কেউ বুঝে উঠতে পারছে না।
হরষিত সিংহ